জ্বলছে অসম, গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য জারি কার্ফু
Updated: 11 Dec 2019, 06:34 PM IST Ayan Das 11 Dec 2019 Assam, Citizenship Amendment Bill, CAB, Citizenship bill protests, Army in Tripura, no internet in 10 Assam districts, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ, নাগরিকত্ব সংশোধনী বিল, গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য জারি কার্ফু, Curfew, জ্বলছে অসম, suspended mobile internet services in ten districts in Assam fo, কাঁদানে গ্যাস চালায় পুলিশ, BJP, Protest against CAB in Assam, উত্তাল অসমের ছবিনাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল... more
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল অসম। গুয়াহাটি, ডিব্রুগড়, তিনসুকিয়ার মতো বিভিন্ন জায়গায় বিক্ষোভে নামেন সাধারণ মানুষ। পরীক্ষা বয়কট করে প্রতিবাদে সামিল হন পড়ুয়ারাও। রাজ্যের সচিবালয়ের সামনে জড়ো হন তাঁরা। ক্রমশ ছড়িয়ে পড়ে হিংসা। আগুন জ্বালিয়ে দেওয়া হয় মঞ্চ, ব্যারিকেডে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস চালায় পুলিশ। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। এরপর আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক উত্তাল অসমের ছবি -
পরবর্তী ফটো গ্যালারি