7th Pay Commission Pension: পেনশনভোগীদের জন্য সুখবর! ৩৮১% হারে মিলবে ডিয়ারনেস রিলিফ, দেওয়া হবে ৫ মাসের বকেয়া Updated: 18 May 2022, 08:09 AM IST Abhijit Chowdhury Dearness Relief: পেনশনভোগীদের জন্য সুখবর! ১৯৬০ সালের ১৮ নভেম্বর এবং ১৯৮৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অবসর নেওয়া সিপিএফ সুবিধাভোগীদের পেনশন বাড়িয়েছে কেন্দ্র। কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের অফিসের এক মেমোব়্যান্ডাম অনুসারে এই তথ্য মিলেছে।