
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
'বডি শেমিং'-এর জন্য দু'জনকে ২০ কিলোমিটার ধাওয়া করিয়ে গুলি করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের গোরখপুরে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। তার কয়েকদিন আগে বেলঘাট এলাকার বাসিন্দা অর্জুন চৌহান তাঁর কাকার সঙ্গে তারাকুলহা দেবী মন্দিরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে অনুষ্ঠান চলাকালীন মাঞ্জারিয়ার অনিল চৌহান এবং শুভম চৌহান অর্জুনের শারীরিক গঠন, দৈহিক ওজন নিয়ে কটাক্ষ করতে থাকেন। সেইসঙ্গে বারবার অর্জুনকে 'মোটু' বলে অপমান করেন বলে অভিযোগ।
আরও পড়ুন-'ট্রাম্পকে শিক্ষিত করুন!' US-র কাশ্মীর মধ্যস্থতার প্রস্তাবে সরব কংগ্রেস-সহ বিরোধীরা
পুলিশ সুপার (দক্ষিণ) জিতেন্দ্র কুমার জানিয়েছেন,অনুষ্ঠানের পরেই ক্ষুব্ধ অর্জুন চৌহান এবং তাঁর বন্ধু আসিফ খান বৃহস্পতিবার হাইওয়েতে অনিল এবং শুভমের পিছু নেন। দু'জনকে টানা ২০ কিলোমিটার ধাওয়া করেন ওই যুবক। প্রাথমিক চেষ্টা ব্যর্থ হওয়ার পরে তেনুয়া টোলপ্লাজার কাছে তাঁদের গাড়ি থামান অর্জুন। তারপরই তাঁদের দু'জনকে টেনে গাড়ি থেকে বার করে গুলি করেন। এরপরেই পালিয়ে যান অর্জুন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের জেলা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, আহত দুজনেই বর্তমানে বিপন্মুক্ত।
আরও পড়ুন-'ট্রাম্পকে শিক্ষিত করুন!' US-র কাশ্মীর মধ্যস্থতার প্রস্তাবে সরব কংগ্রেস-সহ বিরোধীরা
যুদ্ধবিমান-ড্রোন হানা ছাড়াই কেটেছে রাত! স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা কাশ্মীরের
অন্যদিকে, আহত শুভম চৌহানের বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার একটি এফআইআর দায়ের করা হয়। তারপরই অভিযুক্ত অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশকে অর্জুন বলেন, 'খাবার সময় ওরা আমার ওজন নিয়ে মজা করেছিল। আমি আপত্তি করেছিলাম। অন্যরা ওদের কথা শুনে হাসাহাসি করছিল।' অর্জুন আরও জানায়, 'উপস্থিত সকলে ঝামেলা থামিয়ে দেয়। কিন্তু আমি ঠিক করে ফেলি যে ওদের শেষ না করে ছাড়ব না।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports