ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদমনে অপারেশন সিঁদুর অভিযান শুরু করতেই রাজনৈতিক বিভেদ ভুলে একজোট হয়েছে দেশের সমস্ত রাজনৈতিক দল। ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে একযোগে পাকিস্তানকে আক্রমণ করেছেন তাঁরা। অভিযান সাময়িক স্থগিত হলেও পাকিস্তানকে নিশানা করতে ছাড়ছে না দেশের বিরোধী দলগুলিও। আর সেই তালিকায় সবার আগে রয়েছে AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসির নাম। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্জাবের আদমপুর এয়ারবেসে পৌঁছতেই ফের একবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আক্রমণ করলেন তিনি।
মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বিমানঘাঁটিতে S – 400 আকাশ সুরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে দাবি করেছে পাক সেনা। সেই S – 400 এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন তিনি। যাতে ফের একবার ফাঁস হয়ে গিয়েছে পাকিস্তানের মিথ্যাচার।
প্রধানমন্ত্রীর আদমপুর সফরের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওয়েইসি পোস্ট করেন, ‘এস শরিফ ও এ মুনির কি রহিম ইয়ার খান বিমানঘাঁটিতে তাদের ভাড়া করা চিনা বিমান অবতরণ করাতে পারবেন?’ পুরো নাম না লিখলেও ওয়েইসির পোস্টে স্পষ্ট পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে উদ্দেশ করে একথা লিখেছেন তিনি।
বলে রাখি, পাক সেনার হামলার জবাবে ভারতের অভিযানে পাকিস্তানে ১৩টি সেনা পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে রয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে থাকা রহিম ইয়ার খান বিমানঘাঁটিও। ভারতীয় সেনার বোমার আঘাতে বিমানঘাঁটির রানওয়েতে এক বিশাল গর্ত তৈরি হয়েছে। সেই ছবি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছে রহিম ইয়ার খান বিমানঘাঁটি।