তামিলনাড়ুতে বিহারের শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। সেই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছিল।তবে তামিলনাড়ুর তরফে ঘোষণা করা হয়েছে এই ভিডিয়ো একেবারে মিথ্যে। ফেক ভিডিয়ো। এবার এনিয়ে মুখ খুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি জানিয়েছেন, অন্য রাজ্য থেকে যারা কাজের জন্য এসেছেন তাদের সুরক্ষা দেওয়া হবে।
তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী বিশেষ বার্তায় জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকরা কেউ ভয় পাবেন না। যদি কেউ আপনাদের ভয় দেখায় তবে হেল্পলাইনে ফোন করবেন। তামিলনাড়ু সরকার ও এখানকার মানুষ পরিযায়ী ভাইদের পাশে থাকবে।
এর সঙ্গে বিহারের শ্রমিকদের তামিলনাড়ুতে পেটানো হয়েছে বলে যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে তা ফেক বলেও উল্লেখ করা হয়েছে। এনিয়ে গুজব না ছড়ানোর জন্য বলা হয়েছে। এনিয়ে সকলকে সতর্ক করা হয়েছে। এনিয়ে কেউ যেন আতঙ্কিত না হন, কারোর মধ্যে যাতে ভয় না ছড়ায় সেব্যাপারে বলা হয়েছে।
এদিকে মুখ্য়মন্ত্রী অফিস একটি ইংরেজি সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিহারের আধিকারিকরাও তামিলনাড়ুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের সবটা জানানো হয়েছে।
এদিকে সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে কোথাও কোনও গুজব ছড়ানো হচ্ছে কি না সেটাও দেখা হচ্ছে। কিছু ক্ষেত্রে ভুয়ো মেসেজ হোয়াটস অ্য়াপে ছড়ানো হচ্ছে কি না সেটাও দেখা হচ্ছে। এদিকে তামিলনাড়ু সরকার হিন্দিতে একটি বার্তা প্রকাশ করেছে। সেখানে পরিযায়ী শ্রমিকদের নানাভাবে আশ্বস্ত করা হয়েছে।