শত শত অভিবাসীকে এল সালভাদরে পাঠা আমেরিকা। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক বিদেশি শত্রু আইন আইনের আওতায় অভিবাসীদের বহিষ্কারের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছিলেন। তারপরও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০০ ভেনেজুয়েলানকে এল সালভাদরের জেলে রাখার জন্যে পাঠিয়েছে। এদিকে অবৈধবাসীদের নিয়ে আরও একটি বিমান গিয়েছে হন্ডুরাসে। উল্লেখ্য, ১৭৯৮ সালের শত্রু আইনের অধীনে 'ত্রেন দে আরাগুয়া' গোষ্ঠীর ৩০০ জনকে নির্বাসিত করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এই গোষ্ঠীকে ইতিমধ্যেই জঙ্গি সংগঠন হিসেবে তকমা গিয়েছে মার্কিন সরকার। এই আবহে এই গোষ্ঠীর ৩০০ জনকে ১ বছর তাদের জেলে রাখার জন্যে ৬ মিলিয়ন ডলার দেবে ট্রাম্প প্রশাসন। (আরও পড়ুন: ৪০টি চিনা J35A যুদ্ধবিমান হাতে পাবে পাক, হোতানে মোতয়েন J20, জবাবে কী করছে ভারত?)
আরও পড়ুন: বিস্ফোরণের পর RPG হামলা, বালোচিস্তানে ৯০ জওয়ানকে মারার দাবি BLA-র, পাক সেন বলল…
তবে মার্কিন জজ জেমস ই বোসবার্গ শনিবার এই নির্বাসনের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছিলেন। ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা সে সময় তাঁকে বলেছিলেন, অভিবাসীদের বহনকারী দুটি বিমান এরই মধ্যে আকাশে উড়ে গিয়েছে। একটি যাচ্ছে এল সালভাদর এবং অন্যটি হন্ডুরাসে। বিমানগুলি উড়ে যাওয়ার তথ্য পাওয়া মাত্রই বিচারক মৌখিকভাবে সেগুলো ফিরিয়ে আনার নির্দেশ দেন। কিন্তু এখন বিমানগুলো এল সালভাদর ও হন্ডুরাসে এসে পৌঁছানোর পর এটা স্পষ্ট যে কর্তৃপক্ষ তাদের মৌখিক আদেশ মানেনি। (আরও পড়ুন: বাংলায় ৮৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যাল? দাবি রিপোর্টে)
আরও পড়ুন: চিনের থেকে নয়া হাঙর শ্রেণির সাবমেরিন পেল পাকিস্তান, ভারত কি চিন্তায় পড়বে?