বাংলা নিউজ > ঘরে বাইরে > JD Vance coming to India: তলোয়ার হাতে ভারতে আসার বিমানে উঠল জেডি ভান্সের সন্তানরা, দেখুন কিউট ভিডিয়ো
পরবর্তী খবর
মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সোমবার তাঁর পরিবারের সাথে তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছচ্ছেন। এখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা সেই বৈঠকে স্থান পাবে বলে আশা করা হচ্ছে। এই আবহে তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেই সফরের জন্য ইতালির রাজধানী রোম থেকে স্ত্রী এবং সন্তানদের নিয়ে বিমানে চাপলেন ভান্স। তাঁদের বিমানে ওঠার সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে। এবং সেটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ভান্সের সন্তানরা হাতে খেলনা তলোয়ার নিয়ে তা ঘোরাতে ঘোরাতে বিমানে উঠছে। (আরও পড়ুন: বাংলাদেশি হিন্দু নেতা নাকি খুন হননি, দাবি পুলিশের, তাহলে কীভাবে মারা গেলেন ভবেশ?)