মার্কিন সামরিক শক্তির আঁতুরঘর পেন্টাগনে এবার ভারত পেল ‘আন এসকর্টেড’ প্রবেশাধিকার। ভারতের ৭৫ বছরের স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষ্যে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূতের তরফে বিশেষ এক আয়েজনে অংশ নিয়ে এই খবর জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রকের অন্যতম অফিসার। মার্কিন বায়ুসেনার সেক্রেটারি ফ্র্যাঙ্ক কেন্ডিলের এই ঘোষণা রীতিমতো বড় পদক্ষেপ।
উল্লেখ্য, মার্কিন সামরিক শক্তির মূল কেন্দ্র পেন্টাগনে প্রবেশাধিকার পাওয়াই সহজ নয়। সেই জায়গা থেকে আমেরিকা, ভারতকে এক সম্মানজনক অধিকার দেওয়া হয়েছে, যেখানে ভারতকে কোনও বিশেষ ‘এসকর্ট’ সহযোগিতা ছাড়াই প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। তবে ভারতের রাষ্ট্রদূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক কর্মীরাই এই বিশেষ অধিকার পাবেন। কতটা গুরুত্বপূর্ণ এই অধিকার? কেন্ডিল তা ব্যাখ্যা করে বলছেন, ‘ আর আপনারা যিদি মনে করেন আন এসকর্টেড ভাবে পেন্টাগনে প্রবেশাধিকার কোনও বড় ঘটনা নয়, তাহলে জেনে নিন আমিই আন এসকর্টেড হয়ে পেন্টাগনে প্রবেশ করতে পারি না।’ আরও এক ভাইরাস হানা দিচ্ছে, ক্ষতি হচ্ছে লিভার, কিডনির! হেনিপা আতঙ্কে কাবু চিন
তিনি বলছেন এই উদ্যোগ একটি বড় দিক। এই উদ্যোগের মধ্য দিয়ে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে ও মজবুত হচ্ছে। উল্লেখ্য, মার্কিন সেনার হেড কোয়াটার পেন্টাগন হল আমেরিকার এমন একটি স্থান যার নিরাপত্তা কার্যত দুর্ভেদ্য। উচ্চ পর্যায়ের নিরাপত্তাজনিত অধিকার না পেলে কোনও মার্কিন নাগরিকও সেখানে যেতে পারেন না। উল্লেখ্য, এককালে ওবামা প্রশাসনে থাকাকালীন কেন্ডেল বহুদিন ধরে ভারতকে নিয়ে নানান কাজ করেছেন। আর তাঁর তরফে এই ঘোষণা স্বাধীনতা দিবসের দিন আসায় নিঃসন্দেহে তা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ‘খবর’।