জন্মদিনের পার্টিতে ডেকে দলিত কিশোরকে নগ্ন করে মারধর করার পাশাপাশি চালানো হল নির্যাতন। তার জেরে অপমানে আত্মঘাতী হল ওই কিশোর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাস্তি জেলায়। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ প্রথম দিকে এফআইআর দায়ের করতে চায়নি বলেই অভিযোগ পরিবারের। পরে পুলিশ সুপারের অফিসের সামনে পরিবারের সদস্যরা বিক্ষোভ করলে একটি মামলা রুজু করে পুলিশ।
আরও পড়ুন: ‘অতুলের ব্যাপারটা একটু দেখুন,’ রাহুল গান্ধীর কনভয়ের পাশে উঠল আওয়াজ, তারপর যা হল…
পারিবারিক সূত্রে জানা গিয়ে, এলাকায় স্থানীয় এক যুবকের জন্মদিনের পার্টি ছিল গত ২০ ডিসেম্বর। সেই উপলক্ষে ওই রাতে জন্মদিনের পার্টিতে গিয়েছিল কিশোর। সেই সময় জন্মদিনের পার্টি চলাকালীন চারজন মিলে তার ওপর নির্যাতন চালায়। মারধর করার পাশাপাশি তার কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করা হয়। এমনকী উলঙ্গ করে প্রস্রাব করানোর পাশাপাশি থুতু চাটতে বাধ্য করা হয়। আর এই পুরো ঘটনায় ভিডিয়ো রেকর্ডিং করে অভিযুক্তরা। পরে ভিডিয়োটি ভাইরাল করার হুমকি দেয় অভিযুক্তরা। যদিও কিশোর অভিযুক্তদের কাছে ভিডিয়ো ডিলিট করে দেওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু, তারা তাকে আরও অপমান করে এবং থুথু চাটতে বাধ্য করে বলে অভিযোগ পরিবারের। তাদের দাবি, চরম মানসিক আঘাত পেয়ে কিশোর বাড়ি ফিরে বাবা মাকে সবকিছু জানায়। পরে গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করে দেয়।
এই ঘটনার প্রতিবাদে শোকাহত পরিবার দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মৃতদেহটি স্থানীয় থানায় নিয়ে বিক্ষোভ করে। তারপরেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে পরিবারের সদস্যরা কিশোরের মৃতদেহ বাস্তির পুলিশ সুপারের (এসপি) অফিসে নিয়ে গিয়ে বিক্ষোভ দেখা। কয়েক ঘণ্টার বিক্ষোভের পর অবশেষে পুলিশ একটি মামলা দায়ের করে এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
নির্যাতিত কিশোরের মা পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, তারা অবিলম্বে কাজ না করে অভিযুক্তদের রক্ষা করছে। এদিকে, ছেলেটির কাকা বলেছেন, যে হামলার পিছনে উদ্দেশ্য অস্পষ্ট। তবে তাঁর ধারণা শত্রুতার কারণে এই ধরনের কাজ হতে পারে।
বাস্তির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) প্রদীপ কুমার ত্রিপাঠি নিশ্চিত করেছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তিনি বলেন, ‘আমরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করব।’