আগামী দিনে ঢাকা-সহ বাংলাদেশের নানা প্রান্তে আওয়ামী লিগের ঝটিতি মিটিং, মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে, সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত ও কর্তব্যরত পুলিশকর্মী এবং আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আজ (শনিবার -১৯ এপ্রিল, ২০২৫) স্পষ্ট ভাষায় এই বার্তা দিলেন বাংলাদেশের বর্তমান কেয়ারটেকার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গির আলম চৌধুরী।
এদিন সকালে ঢাকার বিমানবন্দর থানা পরিদর্শন করতে আসেন জাহাঙ্গির। সেই সময়েই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে উপরোক্ত বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের (২০২৪) ৫ অগস্ট পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই বিপাকে পড়েন আওয়ামী লিগের নেতা ও কর্মীরা। একের পর এক মামলায় জড়িয়ে যান তাঁরা। গণহারে তাঁদের গ্রেফতার করে জেলে ভরা হয়। এমনকী, বহু জায়গায় আওয়ামী লিগের নেতা ও কর্মীদের বাড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে।
এই প্রেক্ষাপটে বিগত কিছু সময়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে শেখ হাসিনার দল। আওয়ামী লিগ সদস্যরা এক্ষেত্রে এক বিশেষ পন্থা অবলম্বন করছেন। তাঁরা আগাম কোনও ঘোষণা বা আভাস ছাড়াই হঠাৎ করে কোনও জায়গায় জমায়েত করে মিছিল শুরু করে দিচ্ছেন! বাংলাদেশি সংবাদমাধ্যমের দাবি অনুসারে - এর ফলে আমজনতা নাকি আতঙ্কিত হয়ে পড়ছে।
এই অবস্থায় গতকাল (শুক্রবার - ১৮ এপ্রিল, ২০২৫) উত্তরা-সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে একাধিক মিছিলের আয়োজন করা হয়। সেই সমস্ত কর্মসূচি চলাকালীন আওয়ামী লিগের ঝটিতি মিছিলগুলি বন্ধ করতে না পারার জন্য পুলিশ প্রশাসনকেই কাঠগড়ায় তোলা হয়। ওঠে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।
শনিবার এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেই বিষয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে।
একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, কেন পুলিশের এক শ্রেণির কর্মী ও আধিকারিক বদলি হয়ে যাওয়ার পরও পুরোনো পোস্টিংয়ের জায়গা ছেড়ে নতুন জায়গায় যাচ্ছেন না? উপদেষ্টা জানান, নির্দিষ্টভাবে এমন কোনও অভিযোগ পেলে অবশ্যই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, পুলিশকর্মীদের থাকা, খাওয়ার মান উন্নত করা-সহ বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখতেই এদিন ঢাকার বিমানবন্দর থানা পরিদর্শন করতে আসেন তিনি।