ডিজিটাল মাধ্যমে বিদেশি বিনিয়োগে হ্রাস টানতে উদ্যোগ নিল কেন্দ্র। যে সমস্ত ডিজিটাল মিডিয়া সংস্থায় ২৬ শতাংশের চেয়ে বেশি বিনিয়োগ রয়েছে, তাদের এক বছরের মধ্যে তা কমানোর নির্দেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।হিন্দুস্তান টাইমস-এর হাতে আসা সরকারি নির্দেশিকা অনুসারে, ২৬% থেকে কম বিদেশি বিনিয়োগ থাকা সংস্থাগুলিকে নিজেদের অংশীদারিত্ব বিধি এক মাসের মধ্যে সবিস্তারে জানাতে হবে। সেই সঙ্গে সংস্থার ডিরেক্টর, প্রোমোটর ও শেয়ার হোল্ডারদের সম্পর্কেও সবিস্তারে তথ্য জমা দিতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রক।আই অনুযায়ী, বিদেশি বিনিয়োগ আনতে ইচ্ছুক যে কোনও ভারতীয় সংস্থাকে DPIIT পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের আগাম অনুমোদন নিতে হয়। পাশাপাশি, বোর্ড অফ ডিরেক্টর্স-এর সদস্য ও সিইও-দের নাগরিকত্ব সংক্রান্ত তথ্যও জমা দেওয়া আবশ্যিক। এ ছাড়া এই সমস্ত সংস্থাকে বিদেশি বিনিয়োগকারীদের সম্পর্কে নিরাপত্তাজনিত ছাড়পত্র নেওয়াও বাধ্যতামূলক। নিয়োগ, চুক্তি বা পরামর্শ অথবা অন্য কোনও ভাবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বছরে ৬০ দিনের বেশি অনুমোদন দেওয়া হয় না। এই কারণে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে কাছে কমপক্ষে ৬০ দিন আগে নির্দিষ্ট বিদেশি বিনিয়োগের জন্য অনুমোদন নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।