গোয়া সফরে তৃণমূল নেত্রী। গোয়াতে ঘুঁটি সাজানো শুরু করেছে তৃণমূল। আর তারই নিরিখে তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি মঙ্গলবার পরস্পর হাতধরাধরি করেছে। বিজেপির বিরুদ্ধে জোটের ব্যাপারে ঘোষণা করেছে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, আমরা এখন যৌথ পরিবার। এই যৌথ পরিবারে টিএমসি ও এমজিপি গোয়ায় প্রকৃত বিকল্প শক্তি। যারা বিজেপিকে পরাজিত করতে চায় তাদের কাছে অনুরোধ ভোট ভাগ করবেন না। এমজিপির বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই। এমজিপি বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছিল। কিন্তু ওরা বিজেপিকে চিনে গিয়েছে। ওদের শুধু দাদাগিরি, গুণ্ডাগিরি আর মিথ্যাকথা বলা। গোয়ার মাটিতে দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।তিনি বলেন, আমি চণ্ডীপাঠ করতে জানি। শুধু নির্বাচনের সময় নয়, আমি রোজ এটা করি। বিজেপি শুধু নির্বাচনের আগে হিন্দু, মুসলমানের কথা বলে। ভোটের সময় দাঙ্গা বাঁধায়। ভোটের পর গঙ্গা দিয়ে দেহ ভেসে যায়। তাদের কথা কেউ মনেও রাখে না। এদিকে বিগত দিনে এমজিপির হাত ধরেই গোয়াতে প্রসার লাভ করেছিল বিজেপি। বর্তমানে তাদের তিনজন বিধায়কের মধ্যে দুজন বিজেপিতে চলে গিয়েছেন। এদিকে এমজিপি নেতৃত্ব জানিয়েছেন, গোয়ায় নতুন ভোর আনার জন্য আমরা জোট বেঁধেছি। সুখের পাহাড়ে পৌঁছনর জন্য আমাদের একাধিক দুঃখের পাহাড় পেরতে হবে। বিজেপি আমাদের দুজন এমএলএ কে চুরি করেছে, কংগ্রেস থেকে ১০জনকে।