বাংলা নিউজ > ঘরে বাইরে > Termination in TISS: টাটা এডুকেশনাল ট্রাস্টের ফান্ডের কমতি! TISS থেকে ছাঁটাই ৫৫ শিক্ষাকর্মী সহ অন্তত ১০০ জন
পরবর্তী খবর
Termination in TISS: টাটা এডুকেশনাল ট্রাস্টের ফান্ডের কমতি! TISS থেকে ছাঁটাই ৫৫ শিক্ষাকর্মী সহ অন্তত ১০০ জন
1 মিনিটে পড়ুন Updated: 30 Jun 2024, 09:36 AM ISTSritama Mitra
জানা যাচ্ছে, TISS এর তরফে শুক্রবার প্রতিষ্ঠানের অন্তত ১০০ জন কর্মীকে জানানো হয়েছে যে, ৩০ জুন ২০২৪ পর তাঁদের কন্ট্র্যাক্টের মেয়াদ আর বাড়ানো হবে না।
Ad
টিস থেকে ছাঁটাই ১০০ জন কর্মী।
দেশের অন্যতম তাবড় শিক্ষা প্রতিষ্ঠান টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়ান্স থেকে ১০০ সদস্যকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। এই ১০০ জনকে ছাঁটাইয়ের নেপথ্যে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়ান্সের টাকার ফান্ডের কমতি রয়েছে বলে খবর। দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস-র খবর অনুযায়ী শুক্রবার টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়ান্স-এর চার ক্যাম্পাস থেকে ১০০ এরও বেশি জনকে ছাঁটাই করা হয়েছে। এর জেরে প্রতিষ্ঠানের গুয়াহাটি ক্যাম্পাসে কার্যত শিক্ষাকর্মীদের অর্ধেক শক্তিই প্রায় ছাঁটাইয়ের তালিকায়। অন্যদিকে, ওই ক্যাম্পাসে অশিক্ষক কর্মীদের বড় অংশই এই কোপে পড়েছে।
জানা যাচ্ছে, TISS এর তরফে শুক্রবার প্রতিষ্ঠানের অন্তত ১০০ জন কর্মীকে জানানো হয়েছে যে, ৩০ জুন ২০২৪ পর তাঁদের কন্ট্র্যাক্টের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে কর্মহীন হয়ে পড়েন টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়ান্সের অন্তত ১০০ কর্মী। দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের খবর অনুযায়ী, ৫৫ জন শিক্ষাকর্মী ও ৬০ জন অশিক্ষককর্মী। উল্লেখ্য, যাঁরা বহু সময় ধরে প্রতিষ্ঠানের অংশ, তাঁরাও এই ছাঁটাইয়ের তালিকার মধ্যে রয়েছেন। যাঁরা চাকরি খুইয়েছেন, তাঁরা সকলেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধভাবে কর্মরত ছিলেন। তাঁদের ছাঁটাইয়ের কারণ হিসাবে টাটা এডুকেশনাল ট্রাস্টের ফান্ডের কমতির তথ্য তুলে ধরা হয়।