এবার বিহারের স্পেশ্যাল স্ট্যাটাসের দাবিতে নীতীশ কুমারের পার্টি জেডিইউ সরব হতে শুরু করেছে। কেন্দ্রে এনডিএ সরকারের শরিক জেডিইউ, বিহারকে স্পেশ্যাল স্ট্যাটাস দেওয়ার আর্জি মোদী সরকারের সামনে রেখেথে বলে খবর। সদ্য জেডিইউর ন্যাশনাল এক্সিকিউটিভ দলের বৈঠকে বিহারের স্পেশ্যাল স্ট্যাটাসের দাবিতে সরব হয়েছে দল। সেখানে বিহারকে এই মর্যাদা দেওয়ার রেজোলিউশন সামনে রেখেই দলের বৈঠক শেষ হয়েছে। দলের বৈঠকে এই দাবি কার্যত পরোক্ষে মোদী সরকারের কাছে বিহারের স্পেশ্যাল স্ট্যাটাস বা বিশেষ মর্যাদার দাবিকে আরও জোরালো করতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ, অর্থনৈতিক ও উন্নয়নমূলক বৈষম্য তুলে ধরে বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য দীর্ঘ দিনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে দলের এই হাইভোল্টেজ বৈঠকে। বৈঠকের পর মিডিয়ার সামনে মুখ খুলে নীতীশ কুমারের দলের তরফে জানানো হয়েছে, ‘বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি নতুন নয়। এটি বিহারের অগ্রগতির গতিপথকে ত্বরান্বিত করার এবং রাজ্যের অনন্য চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
যে রেজোলিউশন জেডিইউর সভায় নেওয়া হয়েছে, তাতে, বিহারের রিজার্ভেশন কোটা রক্ষার প্রয়োজনীয়তার ওপরেও জোর দিয়েছে। জেডিইউ প্রস্তাব করেছিল যে এই কোটাকে সংবিধানের নবম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে যাতে এটিকে বিচার বিভাগীয় যাচাই থেকে রক্ষা করা যায়, এর নিরবচ্ছিন্ন বাস্তবায়ন নিশ্চিত করা যায়।
পার্টির বৈঠকে নিট প্রসঙ্গেও আলোচনা হয়েছে। প্রসঙ্গত, নিট পরীক্ষার বিতর্ক ঘিরে বেশ কিছুটা ব্যাকফুটে মোদী ৩.০। এনটিএর তরফে আয়োজিত এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অভিযোগ রয়েছে। সেই পরীক্ষার অনিয়ম নিয়েও আলোচনা হয় জেডিইউর বৈঠকে। এই নিট পরীক্ষা নিয়ে যাতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়, তার দাবিতে জোর দিয়েছে দল। দলের তরফে এক নেতা বলেছেন,'এই ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং প্রক্রিয়াটির ন্যায্যতার ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা বজায় রাখা অপরিহার্য। '