বাংলা নিউজ > বিষয় > Special status
Special status
সেরা খবর
সেরা ভিডিয়ো

১৪ মাস পরে বন্দিদশা ঘুচেছে পূর্বতন রাজ্য জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির। তিনি যে শান্ত থাকবেন না ও পিডিপি ৩৭০ ধারা অবলুপ্তির বিরুদ্ধে আন্দোলনে নামবে, মুক্তির পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তা বুঝিয়ে দিলেন একদা বিজেপির শরিক মেহবুবা মুফতি।
আগামী পদক্ষেপ নিয়ে শুক্রবার বিস্তারিত প্রেস কনফারেন্স করবেন পিডিপি নেত্রী। আপাতত একটি অডিও টেপে নিজের কথা তুলে ধরেছেন তিনি।
মেহবুবা বলেন যে ৩৭০ ধারা লুপ্ত করা দিল্লির ডাকাতি ও তাদেরকে অপমান করা। এই সিদ্ধান্ত বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে তিনি দাবি করেন। ২০১৯ সালের ৫ অগস্ট তারা যেটা হারিয়েছেন, সেটা ফেরত নেবেন বলে দাবি করেন মেহবুবা। প্রসঙ্গত, গত বছর ওই সময় থেকে মেহবুবাকে আটক করে রেখেছিল কেন্দ্র। ওমর ও ফারুক আবদুল্লা সহ অন্যান্য নেতাদের আগেই মুক্তি দিলেও এতদিনে মেহবুবাকে ছাড়া হল।