ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে তেরঙ্গায় রাঙবে আমেরিকার বহু। জানা গিয়েছে মার্কিন মুলুকে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ আমেরিকার তিনটি গগনচুম্বী বহুতল ভারতীয় পতাকায় রাঙবে ১৫ অগস্ট। এই সবকটি বিল্ডিংই নিউইয়র্কে অবস্থিত বলে জানা গিয়েছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছাড়াও ব্রায়ান্ট পার্ক এবং ওয়ান-ফাইব-ওয়ান বিল্ডিংয়ে ভারতের তেরঙ্গা ফুটে উঠবে। নিউইয়র্কে সূর্যাস্ত হলে সেই ক্ষণ থেকে গভীর রাত দুটো পর্যন্ত এই তেরঙ্গা দেখা যাবে এই বিল্ডিংগুলির গায়ে।
দ্য সাউথ এশিয়ান এঙ্গেজমেন্ট ফাউন্ডেশনের সঙ্গে ডাস্ট অর্গনাইজেশনের উদ্যোগে তেরঙ্গার রঙে রাঙবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। মোট ৪০৮ ফিট উঁচু এই বিল্ডিংটি। এর আগে ২০০১ সালের ৯/১১ হামলায় এই খানে দাঁড়িয়ে থাকা টুইন টাওয়ার বা তত্কালীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে সেই স্থানেই তৈরি করা হয়েছে বর্তমানের এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি।
এই উদ্যোগের নেপথ্যে থাকা দ্য সাউথ এশিয়ান এঙ্গেজমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রাহুল ওয়ালিয়া এই বিষয়ে বলেন, এটা দেশের সবথেকে বড় গণতন্ত্রকে সম্মান জানানোর বিষয়। এটা ভারত এবং আমেরিকার বন্ধুত্বের ঐতিহাসিক এক নজির। আমরা এই ঐতিহ্যকে বজায় রাখতে চাই। এই আলোকসজ্জা দেখা যাবে www.spireworks.live, http://saef-us.org/tricolornyc/ বা http://tinyurl.com/spireworks- ওয়েবসাইটগুলিতে।