এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য় নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। সোমবার বিজেপি এনিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে। তাদের দাবি, রাহুল গান্ধী জানিয়েছিলেন যে ইভিএম ছাড়া ওদের ভোটে জেতা সম্ভব নয়। এই মন্তব্যের মাধ্য়মে রাহুল গান্ধী দেশের নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছেন। তাঁর বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিজেপি।
রাহুল গান্ধী সম্প্রতি রামলীলা ময়দানে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের কথা উল্লেখ করে বিজেপির তরফে তীব্র আপত্তি জানানো হয়েছে। বিজেপির দাবি, রাহুল যে সব কথা বলছেন তার কোনও ভিত্তি নেই।
বিজেপির দাবি, আমরা এনিয়ে অনেক কথাই জানিয়েছি নির্বাচন কমিশনে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, রাহুল গান্ধী যে সব কথা বলছেন তার মধ্য়ে অনেকটাই আপত্তিকর।
তিনি জানিয়েছেন, এটা একটা ফিক্সড ম্যাচ। কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসকে একেবারে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, তিনি( রাহুল গান্ধী) বলছেন যে কমিশনে সরকারের লোকজন রয়েছে। ইভিএম ছাড়া ওদের ভোটে জেতাই সম্ভব নয়। সেই সঙ্গেই তিনি বলছেন সংবিধান যে অধিকার দিচ্ছে তার অনেকটাই কেড়ে নেওয়া হচ্ছে।
রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে যে সমস্ত আপত্তিকর কথা বলছেন সেকথাও উল্লেখ করেন ও তীব্র প্রতিবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এত নীচু মানের রাজনীতি করেন রাহুল গান্ধী। আমরা তার হতাশাটা বুঝতে পারছি। আমরা নির্বাচন কমিশনকে বলছি শুধু নোটিশ পাঠিয়ে কিছু হবে না কঠোরতম ব্যবস্থা নিন রাহুল গান্ধীর বিরুদ্ধে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রবিবার অভিযোগ করেছেন যে বিজেপি ম্যাচ গড়াপেটা করছে। তারাই আম্পায়ার কে হবেন সেটা বেছে নিচ্ছেন। আর খেলোয়াড়দের জেলের গরাদের বাইরে আটকে রাখছেন।
দিল্লির রামলীলা ময়দানে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই তিনি একের পর এক তোপ দাগতে শুরু করেন। রাহুলের দাবি, এটা সাধারণ ভোট নয়। এটা হল দেশের গণতন্ত্র ও সংবিধানকে বাঁচানোর লড়াই।
রাহুল গান্ধী। কংগ্রেস নেতা। বরাবরই তিনি একেবারে চড়া সুরে আক্রমণ করেন বিজেপিকে। তবে এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আর তারপরই তিনি এনিয়ে কড়া মন্তব্য করেছিলেন। আর তার জেরে এবার কমিশনের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা।