আর্থিক সংকটের জেরে গত কয়েকদিন ধরেই টানা বিপর্যয়ের মুখে ছিল শ্রীলঙ্কা। ক্ষুব্ধ মানুষ বারবার রাষ্ট্রপতি গোতবায়া রাজাপকসের বিরুদ্ধে ক্ষোভ জাহির করেন। এদিকে আজই পদ থএকে ইস্তফা দেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দার রাজাপকসে। তবে তাঁর ইস্তফাতেও দেশে হিংসার আগুন নেভেনি। নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করা শ্রীলঙ্কার এক সাংসদ এদিন জনরোষে নিহত হন। এপর্যন্ত মৃতের সংখ্যা ৫।
শ্রীলঙ্কা জুড়ে মূলত, সরকার পক্ষ ও সরকার বিরোধীদের ক্ষোভে হিংসার আগুন ছড়িয়ে পড়েছে। গত একমাসে শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি এতটাই খারাপের দিকে এগিয়েছে যে সেদেশ নিজেকে ঋণ খেলাপি বলে দাবি করেছে। এদিকে এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা জুড়ে দিকে দিকে বিভিন্ন সংকট দেখা দেয়। জনরোষের জেরে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপকসে। এরপর শ্রীলঙ্কার সংসদভবনে ঢুকে রাজপকসের সমর্থনরকারীরা তাণ্ডব শুরু করে। পাল্টা সরকার বিরোধীরা এলোপাথারি ইট ছুড়তে থাকে। এর মাঝখানেই শাসকদলের একজন সাংসদের মৃত্যু হয়। এদিকে, উন্মত্ত জনতা দিকে দিকে আগুন লাগিয়ে যাচ্ছে। 'ভারতীয় মুদ্রাকে আইসিইউ পাঠিয়ে দিয়েছে মোদী সরকার', সুর চড়াল কংগ্রেস