অবশেষে ভারতের টেসলা ফ্যানেদের স্বপ্নপূরণ। ভারতে প্রথম শোরুম খুলে ফেলল ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা। ১৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তাদের এই শোরুমটি উদ্বোধন হয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, আপাতত টেসলা মডেল ওয়াই পাওয়া যাবে ভারতে। মনে করা হচ্ছে ১ অগস্ট থেকেই ভারতে পাওয়া যাবে টেসলার গাড়ি।সব ঠিক থাকলেও উদ্বোধনের পরপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ও সমালোচনার মুখে পড়েতে ইলন মাস্কের সংস্থাকে। (আরও পড়ুন: NCERT-র বইতে বদল! তুলে ধরা হল দিল্লির সুলতানদের 'বর্বরতা', মুঘলদের 'অসহিষ্ণুতা')
আরও পড়ুন: CPI-এর রাজ্য কমিটির সদস্য খুন প্রকাশ্য দিবালোকে, পুলিশের জালে ৪ অভিযুক্ত
ভারতের রাস্তায় টেসলার মতো আকাশছোঁয়া দামের শৌখিন গাড়ি উপযুক্ত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, ‘৬০ লক্ষ টাকা দিয়ে ৫০০ কিলোমিটার রেঞ্জ। মাহিন্দ্রা, টাটা, হুনডাই, এই ব্র্যান্ডগুলিই আমাদের জন্য যথেষ্ট। আর প্লিজ স্বচালিত গাড়ির গল্প শুনিয়ে লাভ নেই। এটা ভারত, এখানে ম্যানুয়ালি গাড়ি চালিয়েও আপনি নিরাপদ নন। তাহলে কীভাবে স্বচালিত প্রযুক্তির উপর ভরসা করবেন?’ আবার একজন লিখেছেন, 'যদি আপনি ভারতে একটি টেসলা মডেল ওয়াই কেনেন, তাহলে আপনাকে কোম্পানিকে প্রায় ৩৩ লক্ষ টাকা এবং সরকারকে ২৮ লক্ষ কর দিতে হবে । এটি যদি কর আদায় না হয়, তাহলে আমি জানি না এটি কী।' (আরও পড়ুন: বাসে প্রসবের পর জানালা দিয়ে ছুঁড়ে ফেলে সন্তানকে খুন তরুণী ও তার প্রেমিকের)
আরও পড়ুন: ১১৪ বছর বয়সি অ্যাথলিট ফৌজা সিংয়ের খুনি পুলিশের জালে, ধৃত কানাডা ফেরত এক NRI
আরেকজন রসিকতা করে বলেন, 'প্রায় অর্ধেকই ট্যাক্স। টেসলার পরিবর্তে, ভারতে এটিকে ট্যাক্স-লা বলা উচিত।' তৃতীয়জন আবার বলেছেন, “আমদানি শুল্ক এবং অথবা অন্যান্য করের কারণে টেসলা মডেল ওয়াই-এর দাম দ্বিগুণ। রোড ট্যাক্স বিমা, জিএসটি ইত্যাদি যোগ করা হবে। যতক্ষণ না টেসলা ভারতে উৎপাদন বা অ্যাসেম্বলিং শুরু করে, ততক্ষণ পর্যন্ত এটি সফল হবে না।' চতুর্থজন লিখেছেন, 'এটা একটা বিরাট করের বোঝা! কোনও দেশ কি তার নাগরিকদের উপর এভাবে কর আরোপ করে?' এক আবার নেটিজেন লিখেছেন, 'মহিন্দ্রা, টাটা, হুন্ডাইয়ের গাড়িগুলিই আমাদের জন্য উপযুক্ত। এখানে ‘সেল্ফ ড্রাইভিং’ আদৌ কাজে আসবে না।' এক ব্যক্তি জল ভর্তি রাস্তার ছবি দিয়ে লিখেছেন, 'ভারতের বর্ষাকালের জন্য টেসলা তৈরি তো!' (আরও পড়ুন: ইয়েমেনে ঠিক কীভাবে পিছিয়েছে ভারতীয় নার্স নিমিশার প্রিয়ার মৃত্যুদণ্ড?)