২২ এপ্রিলের বৈসারণ উপত্যকায় হিন্দু নিধনের ঘটনার ক্ষত এখনও ভারতীয়দের মনে মনে। এরই মাঝে কাশ্মীরে জঙ্গি দের খতম করতে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। তবে সেনা ও পুলিশের লাগাতার অভিযানের মধ্যেও ফের রক্ত ঝরল কাশ্মীরে। এক সমাজকর্মীকে তাঁর বাড়িতে ঢুকে গুলি করে সন্দেহভাজন জঙ্গিরা। জানা গিয়েছে, জখম সমাজকর্মীর নাম গোলাম রসুল মাগরে। জম্মু ও কাশ্মীরে কুপওয়ারা জেলার কান্দি খাস এলাকায় তাঁর বাড়ি। সেখানেই ঢুকে তাঁকে গুলি করে জঙ্গিরা। (আরও পড়ুন: আগে নিজের ঘর সাফ করতে হবে, পহেলগাঁও হামলার আবহে কাশ্মীরে বড় পদক্ষেপ ভারতের)
আরও পড়ুন: ভারতকে 'পূর্ণ সমর্থনের' বার্তা FBI প্রধান কাশ প্যাটেলের, পহেলগাঁও নিয়ে বললেন…
গত ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার পর থেকেই উপত্যকা জুড়ে জঙ্গিদের খতম করতে উঠে পড়ে লেগেছে সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। এই আবহে গোলামের বাড়িতে এহেন হামলার চিন্তার ভাঁজ ফেলেছে নিরাপত্তা এজেন্সিগুলির কপালে। ঠিক কী কারণে গোলামের ওপর এই হামলা হয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সন্দেহভাজন জঙ্গিদের চিহ্নিত করে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে জখম সমাজকর্মী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এখন। উপত্যকা জুড়ে এমনিতেই নিরাপত্তারক্ষীরা সতর্ক রয়েছে। এদিকে, শনিবার কুপওয়ারা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী। (আরও পড়ুন: সিলেবাসের বাইরে প্রশ্ন ভারতের? গলার বদলে এবার শুকিয়ে গেল পাকিস্তানের মুখ)
আরও পড়ুন: ৭৪০ কিমি LoC বরাবর একাধিক সেক্টরে কড়া জবাব ভারতীয় সেনার, কী হল রাতের অন্ধকারে?
এদিকে ২২ এপ্রিলের পর থেকে এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৬ জন জঙ্গির বাড়ি ধ্বংস করেছে ভারতীয় সেনা। ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই জঙ্গি দমনে সেনার তৎপরতা আরও বেড়েছে। এই আবহে শনিবার শুধুমাত্র শ্রীনগরেরই ৬০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সেনা। উপত্যাকায় গোটা জঙ্গি নেটওয়ার্কটাকেই ধ্বংস করতে চায় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। অপরদিকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, সোপিয়ান ও পুলওয়ামায় সক্রিয় ১৪ জন জঙ্গির তালিকা তৈরি করা হয়েছে। গোয়েন্দা সংস্থার তালিকা অনুযায়ী, এই তালিকায় ৮ জন জঙ্গি লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত এবং জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের ৩ জন করে জঙ্গি।
মোস্ট ওয়ান্টেডের এই তালিকায় লস্কর জঙ্গি এহসান-উল-হকের নামও রয়েছে। সম্প্রতি পুলওয়ামায় তাঁর বাড়ি ভেঙে দেয় নিরাপত্তা বাহিনী। এই তালিকায় লস্কর কমান্ডার আদিল রেহমান দেতু, জইশ কমান্ডার আহমেদ শেখ, পুলওয়ামা হামলায় ওয়ান্টেড জঙ্গি হারিস নাজির, পুলওয়ামা হামলায় জড়িত জইশ-ই-মহম্মদের আমির নাজির ওয়ানির নাম রয়েছে। এই তালিকায় শাহিদ আহমেদ কুটিয়ার নামও রয়েছে। অনন্তনাগে হিজবুল মুজাহিদিনের অপারেশনাল কমান্ডার জুবায়ের আহমেদ ওয়ানিও রয়েছেন মোস্ট ওয়ান্টেড তালিকায়। এ+ গ্রেডের জঙ্গির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তার নাম।