জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। এই আবহে কাশ প্যাটেল বলেন, সন্ত্রাসবাদের কুফল থেকে বিশ্ব যে ক্রমাগত কতটা হুমকির মুখোমুখি হয় তা স্মরণ করিয়ে দিয়েছে পহেলগাঁও হামলা। তাঁর বার্তা, 'কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে এফবিআই। ভারত সরকারকে পূর্ণ সমর্থন দেওয়া অব্যাহত রাখব আমরা। সন্ত্রাসবাদের কুফল থেকে আমাদের বিশ্ব যে নিরন্তর হুমকির সম্মুখীন, এই ঘটনা তারই প্রতিফলন। ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এই হামলার মুহূর্তে সাড়া দিয়েছেন, তাদের ধন্যবাদ।' (আরও পড়ুন: আগে নিজের ঘর সাফ করতে হবে, পহেলগাঁও হামলার আবহে কাশ্মীরে বড় পদক্ষেপ ভারতের)
আরও পড়ুন: সিলেবাসের বাইরে প্রশ্ন ভারতের? গলার বদলে এবার শুকিয়ে গেল পাকিস্তানের মুখ
এর আগে গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলে শোকপ্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার নিন্দা করেন এবং বলেন, 'এই জঘন্য হামলার দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার।' মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জম্মু ও কাশ্মীরে কাপুরুষোচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছিলেন, এই কঠিন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের জনগণের সাথে রয়েছে। ভান্স এবং ট্রাম্পকে তাদের সমর্থন ও সংহতির বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। (আরও পড়ুন: ৭৪০ কিমি LoC বরাবর একাধিক সেক্টরে কড়া জবাব ভারতীয় সেনার, কী হল রাতের অন্ধকারে?)
এদিকে সম্প্রতি মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডও পহেলগাঁও কাণ্ডের আবহে ভারতকে সমর্থনের কথা জানিয়েছিলেন। কাশ্মীরে জঙ্গি হানার বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে ভারতের পাশে থাকার বার্তা দিয়ে তিনি লিখেছিলেন, ' এই ভয়াবহ ইসলামিক জঙ্গি হানার বিরুদ্ধে আমরা ভারতের সঙ্গে আছি। পহেলগাঁওতে টার্গেট করে ২৬ জন হিন্দুকে (২৪ জন হিন্দু) খুন করেছে জঙ্গিরা। যারা প্রিয়জনদের হারালেন তাঁদের প্রতি রইল সমবেদনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের সমস্ত মানুষকে বলছি, আমরা আপনাদের পাশে রয়েছি। এই ঘৃণ্য হামলায় যারা দায়ী তাদের বিনাশ করতে আপনাদের সমর্থন করব।' এদিকে তাঁর এই বার্তার পর কাশ প্যাটেলের পাশে থাকার বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।