বয়সটা একেবারেই অল্প। রাস্তার ধারে ভেলপুরি বিক্রি করছে সেই ছোট্ট ছেলে। ছোট ছোট হাত দিয়ে চূড়ান্ত দক্ষতার সঙ্গে তৈরি করছে ভেলপুরি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি। এই ছবি দেখে অনেকেই বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। ইনস্টাগ্রামে আপলোড হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটা ছোট্ট ছেলে ভেলপুরি বিক্রি করছে। ভেলপুরির ঠোঙাটা বেশ দক্ষতার সঙ্গেই তৈরি করছে। আর তার মুখে লেগে রয়েছে মিষ্টি হাসি। এই হাসি দেখে মন ভালো হয়ে যাচ্ছে অনেকেরই।
একেবারে বড়দের মতো কায়দা করে ভেলপুরি বানাচ্ছে সে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই ভিডিয়ো। অনেকেই লিখছেন ভগবান তাকে শক্তি দিক। তবে এইটুকু ছেলে যেভাবে ভেলপুরি বানাচ্ছে তাতে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকেই বলছেন, ভেলপুরি না বিক্রি করে তার এখন স্কুল যাওয়ার কথা। এটা একেবারেই ঠিক হচ্ছে না।
এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, দেখে খুব ভালো লাগল। অনেক অনেক ভালোবাসা ওকে। অপরজন লিখেছেন, আমি ওকে আর্থিকভাবে সহায়তা করতে চাই। অপরজন লিখেছেন, আবেগে ভেসে গেলাম। অন্য এক নেটিজেন লিখেছেন, যখন ছেলেটি হাসছিল আমার হৃদয় ছুঁয়ে গেল।