গুলিবিদ্ধ হলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। স্লোভাকিয়ার টিভি চ্যানেল টিএ৩-র প্রতিবেদন উদ্ধৃত করে সংবাদসংস্থা এপির রিপোর্টে জানানো হয়েছে, স্লোভাকিয়ার রাজধানী ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর হ্যান্ডলোভায় যখন নিজের অনুগামীদের সঙ্গে দেখা করছিলেন প্রধানমন্ত্রী, সেইসময় তাঁর উপর চারবার গুলি চলেছে। তাঁর পেটে গুলি লেগেছে। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। স্লোভাকিয়ার একটি সংবাদসংস্থাকে উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, সংসদে অধিবেশনের সময় ডেপুটি স্পিকার নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়েছেন। অনির্দিষ্টকালের জন্য সংসদের অধিবেশন স্থগিত রেখেছেন। তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, সেটার কারণ আপাতত স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে আপাতত স্লোভাকিয়া সরকারি অফিসের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীর বয়ান
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে একাধিক গুলির শব্দ শুনেছেন। এক ব্যক্তিকে যে আটক করা হচ্ছে, তা দেখেছেন তিনি। ওই ব্যক্তিকে ধরে ধাক্কা মেরে গাড়ির মধ্যে ঢোকাতে দেখেছেন। তারপর গাড়ি চালিয়ে পুলিশ আধিকারিকদের চলে যেতে দেখেছেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী।
ঘটনার তীব্র নিন্দা প্রেসিডেন্টের
তারইমধ্যে প্রধানমন্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপর 'নৃশংস এবং নির্মম' হামলা চালানো হয়েছে। 'আমি হতবাক হয়ে গিয়েছি। এই কঠিন পরিস্থিতিতে রবার্ট ফিকোর পাশে আছি আমি। তাঁর দ্রুত অরোগ্য কামনা করছি।'
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ইতিবৃত্ত
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে এটা ফিকোর (৫৯ বছর) তৃতীয় দফা। গত বছরের ৩০ সেপ্টেম্বর স্লোভাকিয়ার সংসদীয় নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন। নির্বাচনে রাশিয়া-পন্থী এবং আমেরিকা-বিরোধী প্রচার করে ক্ষমতায় আসেন ফিকো।
সমালোচকদের দাবি, ফিকোর অধীনে স্লোভাকিয়া নিজেদের পশ্চিমী-পন্থী অবস্থান থেকে সরে আসবে। বরং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নির্দেশে সরকার চালাচ্ছেন। ফিকোর নীতির বিরুদ্ধে মিছিলও হয়েছে একাধিকবার।