সংকটজনক অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি কোভিড আক্রান্ত আহমেদ প্যাটেল। বর্ষীয়ান কংগ্রেস নেতা পয়লা অক্টোবর থেকে করোনা পজিটিভ। বর্তমানে তিনি চিকিৎসাধীন গুরগাঁওয়ে মেদান্ত হাসপাতালে।
আহমেদ প্যাটেলের ছেলে ফয়সল টুইটারে জানান যে ৭১ বছর বয়সী কংগ্রেস নেতা এখন আইসিইউতে। তাঁর অবস্থা স্থিতিশীল ও চিকিৎসকদেের নজরদারিতে রাজ্যসভার সাংসদ আছেন বলে জানান ফয়সল। সবাইকে তাঁর বাবার দ্রুত আরোগ্য কামনা করার জন্য প্রার্থনা করার আর্জিও জানান তিনি।
পয়লা অক্টোবর টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান আহমেদ প্যাটেল। সাধারণত ১৫ দিনে করোনা সেরে যায়। প্রায় ৪৫ দিন পরেও কংগ্রেস নেতা সুস্থ না হওয়ার চিন্তা বাড়ছে।
আহমেদ প্যাটেলের শারীরিক অবস্থার কথা জানতে পেরে আরোগ্য কামনা করে টুইট করেছেন আনন্দ শর্মা সহ বিভিন্ন কংগ্রেস নেতা। দীর্ঘদিন যাবত গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল। শুধু কংগ্রেস নয়, সবদলেই তাঁর শুভাকাঙ্খী আছেন। দিল্লির রাজনীতির খুব চেনা মুখ আহমেদ প্যাটেল এখন লাগোয়া হরিয়ানায় কোভিডের সঙ্গে লড়ছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনাই করছে রাজনৈতিক মহল।