তৈরি হল ইতিহাস! সুপ্রিম কোর্টে মণিপুর থেকে আসা প্রথম বিচারপতি এন কোটিশ্বর সিং।
সুপ্রিম কোর্ট পেল মণিপুর থেকে প্রথম বিচারপতি।
দেশের স্বাধীনতা পার করেছে বেশ কয়েক দশক। তবে এযাবৎকালে ভারতের শীর্ষ আদালত, এর আগে কখনও কোনও মণিপুর থেকে আসা বিচারপতিকে পায়নি। এই প্রথম ইতিহাস গড়ে মণিপুর থেকে আসা প্রথম বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেন এন কোটিশ্বর সিং। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কোলেজিয়ামের তরফে বিচারপতি এন কোটিশ্বর সিং, ও আর মহাদেবনের নামের সপক্ষে সুপারিশ গিয়েছিল কেন্দ্রের কাছে। কলেজিয়ামের সেই সুপারিশে সায় দিয়ে এই দুই নামে শিলমোহর দিয়েছে কেন্দ্র।
সুুপ্রিম কোর্টে এই দুই বিচারপতির নাম সংযুক্ত হওয়ার ফলে সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা দাঁড়াল ৩৪। এই সংখ্যার মধ্যে রয়েছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রধান দেশের প্রধান বিচারপতি। তাঁর নেতৃত্বেই আর মহাদেবন ও এন কোটিশ্বর সিংয়ের নাম নির্ধারিত হয়। প্রথা অনুযায়ী, সেই নামের অনুমোদনের জন্য তালিকা যায় কেন্দ্রের কাছে। মঙ্গলবার সেই তালিকায় সায় দিয়ে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। গত ১১ জুলাই এই কলেজিয়ামে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিচারপতিদের নিয়ে এই সিদ্ধান্ত বেশ কিছু মানদণ্ডের ভিত্তিতে নেওয়া হয়। সেক্ষেত্রে কার অভিজ্ঞতা বেশি কার্যকালের মেয়াদের বছরের ভিত্তিতে, এছাড়াও মেধা, বিচারব্যবস্থার প্রতি একাত্মতার মতো বিষয়গুলিও ধার্য হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও এই কলেজিয়ামের সদস্যদের তালিকায় রয়েছেন, বিচারপতি সঞ্জীব খান্না, ভূষণ আর গাভাই, সূর্য কান্ত এবং হৃষিকেশ রায়। এর আগে, ৮ জুলাই, হিন্দুস্তান টাইমেসর কাথে খবর ছিল কোটিশ্বর সিং ও মহাদেবনের নাম কলেজিয়াম স্থির করতে চলেছে বলে। এরপর সেই দুই নামই কলেজিয়াম পাঠায় কেন্দ্রের অনুমোদনের জন্য। গত এপ্রিল এ মে মাসে একাধিক বিচারপতির অবসর ও আসন্ন সেপ্টেম্বর মাসে বিচারপতি হিমা কোহলির অবসর আসছে। তারফলে সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যায় কমতি দেখা যাচ্ছিল। সেই জায়গা থেকে কলেজিয়াম এই দুই নামে সম্মতি দেয়।
এদিকে, গত বছর থেকে মণিপুর দাঙ্গায় বিধ্বস্ত। সেখানে কুকি ও মেইতেই গোষ্ঠীর দ্বন্দ্বে গোটা মণিপুরে দিকে দিকে আগুন জ্বলেছে। ক্রমেই উগ্রপন্থার নানান নাশকতার ঘটনা ঘটছে। দাঙ্গার সেই ধিক ধিক করা আগুনে আজও মণিপুর ঘিরে উদ্বেগে দেশ। মণিপুর নিয়ে সরগরম দেশের জাতীয় রাজনীতিও। সেই জায়গা থেকে কলেজিয়ামের এই সিদ্ধান্ত বেশ প্রাসঙ্গিক। বিচারপতি এন কোটেশ্বর সিংকে নিয়ে সুপ্রিম কোর্ট বলছে,'সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তাঁর নিয়োগ উত্তর-পূর্বের প্রতিনিধিত্ব প্রদান করবে এবং বিশেষ করে তিনি মণিপুর রাজ্যের প্রথম বিচারপতি যিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হবেন। '