গ্রাহকদের সুবিধার জন্য় এবার বিশেষ টোল ফ্রি নম্বর চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।ব্যাঙ্ক সূত্রে খবর, এই নম্বরে ডায়াল করে ঘরে বসেই গ্রাহক প্রয়োজনীয় ও প্রাথমিক কাজ করতে পারবেন। এর ফলে তাঁকে আর আলাদা করে ব্যাঙ্কে আসতে হবে না। ২৩ জুন এনিয়ে টুইট করেছে এসবিআই। ব্যাঙ্ক কর্তৃপক্ষ লিখেছে, সহজেই মনে থাকে এমন নম্বরে আমাদের ফোন করুন। ব্যাঙ্কিং সংক্রান্ত সহায়তার জন্য ডায়াল করতে পারেন এসবিআই কনট্যাক্ট সেন্টার টোল ফ্রি নম্বর 1800 1234। ১৮০০ ১২৩৪ এই নম্বরে ফোন করলেই আপনি পেতে পারেন ব্যাঙ্কিং সংক্রান্ত নানা সহায়তা। অ্যাকাউন্ট ব্যালান্স, শেষ পাঁচটি লেনদেন, এটিএম কার্ড ব্লক করা, চেক বই কবে আসবে তা জানতে পারবেন। টিডিএস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আগেরটা ব্লক করার পরে নতুন এটিএম কার্ডের ব্যাপারেও আবেদন করতে পারবেন। দেশের সমস্ত মোবাইল ও ল্যান্ড লাইন থেকে আপনি এই টোল ফ্রি নম্বরে পৌঁছতে পারবেন। এসবিআই জানিয়েছে, ১৮০০ ১২৩৪, ১৮০০ ১১ ২২১১(টোল ফ্রি), ১৮০০ ৪২৫ ৩৮০০, ১৮০০ ২১০০, ০৮০-২৬৫৯৯৯৯০ এই সমস্ত টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন।তবে এই নম্বরগুলি ছাড়াও এসবিআইয়ের আরও টোল ফ্রি নম্বর রয়েছে যেমন ১৮০০-২১০০, ১৮০০ ৪২৫ ৩৮০০। ভুল কোনও লেনদেন হলে ১৮০০ ১১ ১১০৯, ৯৪৪৯১ ১২২১১ এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।ফোনে সন্তুষ্ট হতে না পারলে customercare@sbi.co.in অথবা contactcentre@sbi.co.in এই ইমেল আইডিতেও মেল করতে পারেন।