সিকিমের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসকদল ক্রান্তিকারি মোর্চা (এসকেএম)। আগামী ১ নভেম্বর সিকিমের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা। সেই দুটি আসনেই প্রার্থী দিয়েছিল বিরোধী দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ)। মঙ্গলবার দুটি কেন্দ্রেই এসডিএফ-র দুজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এই আসন দুটিতে আর কোনও বিরোধী দলের প্রার্থী না থাকায় স্বাভাবিকভাবেই দুটি কেন্দ্রেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল এসকেএম।
আরও পড়ুন: কাশ্মীরে সংবিধানের জয়, তবে হরিয়ানায় জেতা ম্যাচে হারতেই অজুহাত খোঁজা শুরু রাহুলের
সিকিমের যে দুটি বিধানসভা আসনে উপনির্বাচনের কথা ছিল সেগুলি হল- সোরেং-চাখুং এবং নামচি-সিংহিথাং। সিকিমের মুখ্যমন্ত্রী তথা এসকেএম সভাপতি প্রেম সিং তামাং-এর ছেলে আদিত্য তামাং সোরেং-চাখুং আসনে প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে, এই আসন থেকে এসডিএফ-এর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন প্রেম বাহাদুর ভাণ্ডারী। তিনি মনোনয়ন প্রত্যাহার করায় আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আদিত্য।
প্রসঙ্গত, সোরেং-চাখুং আসন থেকে সিএপি সিকিমের প্রার্থী হয়েছিলেন পবিন হ্যাং সুব্বার। তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে মনোনয়নে ত্রুটি থাকায় সেটি বাতিল করে দেয় নির্বাচন কমিশন। একইভাবে নামচি-সিংহিথাং থেকে সিএপি সিকিমের প্রার্থী মহেশ রাই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তাঁর প্রস্তাবকারীর সংখ্যা কম সংখ্যার কারণে মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
প্রেম সিং তামাং-এর ছেলে আদিত্য তামাং সোরেং-চাখুং আসন থেকে ২০১৯ সালে জয়ী হয়েছিলেন। কিন্তু, প্রেম সিং গত এপ্রিলে দুটি আসন থেকে লড়েছিলেন।সোরেং-চাখুং এবং রেনক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। দুটিতেই জয়ী হয়েছিলেন তিনি। এখন তিনি সোরেং-চাখুং আসন ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়েছিল।