বুধবার এক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। এই সফরের সময় নরেন্দ্র মোদীর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের কথা থাকলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও তাঁর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই বৈঠক, যা এখনও আনুষ্ঠানিক নয়, তার লক্ষ্য বাণিজ্য সমস্যা সমাধান এবং শুল্কের বিষয়ে একটি সাধারণ ভিত্তি তৈরি করা। নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প শেষবার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুখোমুখি বসেন। সেবার ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন তাঁর আমেরিকা সফরে। প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রী মোদীর সফরের প্রস্তুতি চলছে এবং আগস্টের শেষের দিকে তা চূড়ান্ত হতে পারে। এদিকে, অগস্টের শেষে তিনি চিনে এসসিও বৈঠকে যোগ দিতেও যাচ্ছেন বলে জানা গিয়েছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁকে সেখানে স্বাগতও জানিয়েছেন।
( Pak PM Shehbaz Sharif: ‘পাকিস্তান থেকে এক ফোঁটা জলও..’, হুমকি দিতে পিছিয়ে থাকলেন না পাক PM শেহবাজও!)
নরেন্দ্র মোদীর সম্ভাব্য মার্কিন যুক্তরাষ্ট্র সফর তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে কারণ এটি এমন এক সময়ে আসছে যখন ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় তাঁর নিজের ভূমিকা নিয়ে একাধিক দাবি করেছেন। এদিকে, সদ্য, কিছু সপ্তাহের মধ্যে পর পর ২ বার আমেরিকা সফরে গিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। সদ্য, আমেরিকা-পাকিস্তান যৌথ বিবৃতি আসে। যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান নিয়ে ভূয়সী প্রশংসা করে আমেরিকা।