নেপালে জুড়ে তীব্র বিক্ষোভ। আর সরকারের বিরুদ্ধে জেগে ওঠা সেই বিক্ষোভের মাঝে দেশটির প্রধানমন্ত্রী কেপি ওলি সহ বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে বিক্ষোভকারীরা তাদের অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে মারধর করছে বলে দেখা গিয়েছে। পাউডেল দেশটির উপ-প্রধানমন্ত্রীও।
গতকাল থেকেই উত্তাল নেপাল। নেপালের হিংসা মনে করিয়ে দিচ্ছে ২০২৪ সালের অগস্টের বাংলাদেশের ছবি! এদিকে, সেদেশের প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর পদত্যাগের পর এবার এক চাঞ্চল্যকর ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত ভিডিওটিতে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, সেখানে বিক্ষোভকারীর ভিড়ের মধ্যে একজন তাঁকে সজোরে লাথি মারছেন এবং অন্যরা পালানোর চেষ্টা করার সময় তাঁকে ধরে ফেলেছেন। বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, ভিডিওতে থাকা ব্যক্তিটি হলেন বিষ্ণু পাউডেল।