Reduction in BCD for Mobile Phones in Budget 2024: বাজেটে আরও সস্তা হয়ে গেল মোবাইল ফোন, দাম কমছে চার্জারের
1 মিনিটে পড়ুন Updated: 23 Jul 2024, 01:06 PM ISTমোবাইল ফোন কেনার কথা ভাবছেন? বাজেটে কমছে মোবাইল ফোনের দাম।
মোবাইল ফোন কেনার কথা ভাবছেন? বাজেটে কমছে মোবাইল ফোনের দাম।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য তার সপ্তম কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এদিকে বাজেট মানেই সকলের নজর থাকে কোন জিনিসের দাম বাড়ল, কোন জিনিসের দাম কমল।
এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোবাইল ফোন, মোবাইল পিসিবিএ ও মোবাইল চার্জারের ক্ষেত্রে কাস্টমস ডিউটি কমিয়ে দিয়েছেন। বর্তমানে ১৫-২০ শতাংশ শুল্ক দিতে হয়। নির্মলা সীতারমন জানিয়েছেন, ভারতের মোবাইল শিল্প আরও পরিণত হচ্ছে। ভারতের এই মোবাইল তৈরি আরও বৃদ্ধি পাচ্ছে। গত ৬ বছরে এই মোবাইল উৎপাদন আরও বেড়েছে।
তিনি জানিয়েছেন, ক্রেতাদের সুবিধার জন্য বেসিক কাস্টমস ডিউটি( বিসিডি) মোবাইল ফোনের উপর মোবাইল পিসিবিএ ও মোবাইল চার্জারের উপর কমানোর প্রস্তাব দিচ্ছি।
প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাসেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোবাইল ফোনের উপর ইমপোর্ট ডিউটি ১০ থেকে ১৫ শতাংশ কমানোর কথা বলা হয়েছিল। জানুয়ারিতে যে ইমপোর্ট ডিউটি কমানোর কথা বলা হয়েছিল তার মধ্য়ে অন্যতম হল ব্যাটারি কভার, প্রধান লেন্স, ব্যাক কভার, অ্যান্টেনা, সিম সকেট সহ অন্যান্য সামগ্রী যা প্লাস্টিক ও ধাতু দিয়ে তৈরি হয়।
২০২৩ সালের বার্ষিক বাজেটের সময়, অর্থমন্ত্রী ভারতে মোবাইল ফোন উৎপাদন প্রচারের জন্য ক্যামেরা লেন্সসহ বিভিন্ন উপাদানের আমদানি শুল্ক হ্রাস করার ঘোষণা করেছিলেন।