দুর্গাপুজোর আর বেশিদিন নেই। এদিকে এখনও করোনা সংক্রমণ থেকেই গিয়েছে। মঙ্গলবার ত্রিপুরা সরকার করোনা পরিস্থিতিতে কীভাবে পুজোর আয়োজন হবে তার গাইডলাইন প্রকাশ করল। দুর্গাপুজোর দুদিন আগে পুরোহিত, পুজোর আয়োজক ও স্বেচ্ছাসেবকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপন দফতর এই গাইড লাইন সম্পর্কে অবহিত করেছে। পুজো প্যান্ডেল কমানোর ব্যাপারেও অনুরোধ করা হয়েছে। একবারে ৫-১০জন দর্শনার্থীকে মণ্ডপে প্রবেশ করানোর ব্যাপারে বলা হয়েছে। পরস্পরের সঙ্গে মোটামুটি এক মিটার দূরত্ব বজায় রাখার জন্য গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। বাড়ি বাড়ি না গিয়ে অতিমারি পরিস্থিতিতে অনলাইনে চাঁদা তোলার ব্য়াপারেও পরামর্শ দেওয়া হয়েছে। পুষ্পাঞ্জলির মন্ত্র যেন মাইকে বলা হয় সেব্যাপারে বলা হয়েছে। পাশাপাশি বাড়ি থেকে ফুল আনার ব্যাপারেও ভক্তদের বলা হয়েছে। এদিকে দশমীতে সিঁদুর খেলায় ১০-১৫জনের বেশি মহিলা একসঙ্গে না থাকার ব্যাপারেও গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। মণ্ডপে প্রতিমা আনার সময় কোনও শোভাযাত্রা করা যাবে না। জানানো হয়েছে গাইডলাইনে। অন্যদিকে দুর্গাপুজোর ভাসানে ৩০জনের বেশি রাখা যাবে না বলেও জানানো হয়েছে। মূলত পুজোর দিনগুলোতে ভিড় এড়ানোর জন্য ত্রিপুরায় নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।