'ইতিহাস রচনা করল ভারত।' রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের পরই উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া নির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছাও জানান।
রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীর জয় নিশ্চিত হওয়ার পরেই টুইটারে মোদী বলেন, ‘ইতিহাস তৈরি করল ভারত। যখন দেশের ১.৩ বিলিয়ন মানুষ যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছেন, তখন পূর্ব ভারতের প্রত্যন্ত এলাকায় আদিবাসী পরিবারের এক মেয়ে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এই নজিরের জন্য দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন।’
১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক সাঁওতালি পরিবারে জন্মগ্রহণ করেন দ্রৌপদী। সেখান থেকে উঠে এসে দেশের প্রথম আদিবাসী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দ্রৌপদীকে দুর্নিশ জানিয়েছেন মোদী। তিনি বলেন, ‘দ্রৌপদী মুর্মুর জীবনকাহিনি, প্রথম জীবনে তাঁর লড়াই, ভালো কাজ এবং দৃষ্টান্তমূলক সাফল্য প্রত্যেক ভারতীয়কে অনুপ্রেরণা জোগাবে। আমাদের দেশবাসীর জন্য উনি আশার আলো হিসেবে উঠে এসেছেন)। বিশেষত গরিব, প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য (আশার আলো হিসেবে উঠেছেন)।’