পিৎজা ডেলিভারির পর মাত্র ২ ডলার টিপ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এক অন্তঃসত্ত্বা মহিলাকে একের পর এক ছুরির কোপ বসাল ডেলিভারি বয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। অভিযুক্ত ডেলিভারি বয়ের নাম ব্রায়ান আলভেলো। তার বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি বাড়িতে আক্রমণ, হামলা এবং অপহরণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন: পিৎজা ডেলিভারিতে দেরি হওয়ায় বেজায় চটলেন ব্যবসায়ী, চলল গুলি
ওসিওলা কাউন্টি শেরিফের অফিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কিসিমিমির রিভেরা মোটেলের বাসিন্দা। পুরুষ সঙ্গী এবং ৫ বছরের মেয়ের সঙ্গে সেখানে থাকেন তিনি। দিন কয়েক আগেই জন্মদিনে ৩৩ ডলার মূল্যের পিৎজা অর্ডার করেছিলেন। পরে ডেলিভারি বয় পিৎজা দিতে এলে তাকে ৫০ ডলার দেন মহিলা এবং বাকি টাকা ফিরিয়ে দিতে বলেন। কিন্তু, তা দিতে প্রথমে অস্বীকার করে আলভেলো। তবে শেষ পর্যন্ত মহিলা ডেলিভারি বয়কে অর্ডারের জন্য ২ ডলার টিপ দিয়েছিলেন। তাতে ক্ষুব্ধ হয়ে কিছু না বলেই সেই সময়কার মতো সেখান থেকে চলে যায় ব্রায়ান। তবে রবিবার রাত ১০ টার দিকে আবার মুখোশধারী এক যুবকের সঙ্গে সে ওই মহিলার বাড়িতে ফিরে আসে। এরপর মহিলার উপর হামলা চালায়। নিউইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে আলভেলো মহিলাকে ১৪ বার ছুরির আঘাত করে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আলভেলো একটি গাড়িতে করে সেখানে আসে। তার সঙ্গে এক যুবক ছিল। ব্রায়ানের হাতে ছিল বন্দুক। ফুটেজে দেখা গিয়েছে, হামলার সময় মহিলা তার মেয়েকে রক্ষা করার চেষ্টা করেছেন। সেই সময় তারা মহিলার পিঠে আঘাত করে। আরও দেখা গিয়েছে, তিনি মেয়েকে বাঁচানোর জন্য বিছানায় ছুড়ে ফেলে দিচ্ছেন। সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করেন। কিন্তু, অভিযুক্ত তার ফোনটি ভেঙে দেয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনায় মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত আলভেলোকে শনাক্ত করে এবং গ্রেফতার করে। তবে তার সহযোগী যুবক পলাতক।জানা গিয়েছে, আলভেলো যে পিৎজা সংস্থায় কাজ করত এই ঘটনার পর সেই সংস্থাটি তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয়। সংস্থার তরফে ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে। তারা গ্রাহককে আশ্বস্ত করেছেন যে তদন্তে তারা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করছেন। একইসঙ্গে গ্রাহকদের নিরাপত্তার ওপর জোর দিয়েছে সংস্থাটি।