বাবা তো বাবা-ই হয়। সে যে প্রাণীই হোক না কেন। তারই প্রমাণ মিলল এক বিড়ালের আচরণে। ছানাদের প্রথমবার দেখে বাবা বিড়ালের সেই রিঅ্যাকশনের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।ভিডিওটি সালোপসাভানাস নামের এক ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখানো হয়েছে, ঠিক কীভাবে বাবা বিড়ালের সঙ্গে কাছে আনা হয় ছানাদের। প্রথমে ছানাদের গন্ধের সঙ্গে পরিচয় করানো হয়। এরপর দূর থেকে ছানাদের দেখতে দেওয়া হয় বাবা বিড়ালকে। এরপরেই শেষমেশ ছানাদের কাছে যেতে দেওয়া হয় তাকে। সাধারণত হুলো বিড়াল একটু অ্যাগ্রেসিভ ও টেরিটোরিয়াল হয়। নিজের বাড়িতে অন্য কারও আগমন পছন্দ করে না তারা। ফলে ছানাদের সঙ্গে মাঝে মাঝেই বনিবনা হয় না হুলো বিড়ালদের। তাছাড়া অন্য জায়গা থেকে ছানাদের হঠাত্ আনা হলে আরও বেশি করে এই সমস্যা দেখা যায়।সেই কারণেই সাবধানে ছানাদের সঙ্গে পরিচয় করানো হয় বিড়ালটির। বাড়িতে পোষ্য থাকলে এটি অবশ্যই শিখে রাখুন। দেখুন ভিডিয়ো: আপনারও কি বাড়িতে বিড়ালছানা বড় করার অভিজ্ঞতা আছে? থাকলে কমেন্টে শেয়ার করুন আমাদের সঙ্গে।