একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। পুরো সফল অপারেশন সিঁদুর। একেবারে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। পাক সেনার মনোবল পুরো ভেঙে গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই সংঘর্ষ বিরতিও জারি হয়েছে ভারত পাক দুদেশের মধ্য়ে।
তবে এসবের মধ্য়েই পাঞ্জাব পুলিশের তরফ থেকে এক্স হ্যান্ডলে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
সেখানে লেখা হয়েছে, সাইবার সতর্কতা। পাকিস্তান ভিত্তিক ম্যালওয়ার থ্রেট।
একটা বিপজ্জনক ম্যালওয়ার নাম ডান্স অফ দ্য হিলারি। পাকিস্তান ভিত্তিক হ্যাকাররা এটা ছড়িয়ে দিচ্ছে। ভারতীয় ব্যবহারকারীদের টার্গেট করা হচ্ছে হোয়াটস অ্যাপ, ফেসবুক ও ইমেলের মাধ্য়মে।
কী ধরনের বিপদ হতে পারে এই ম্যালওয়ারের মাধ্য়মে?
পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এই ম্যালওয়ার আপনার ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য চুরি করতে পারে। পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। এমনকী আপনার গোটা ডিভাইসটি দখল নিতে পারে ওরা।
কীভাবে রক্ষা পেতে পারেন?
কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না। অজানা কারোর মেসেজে ক্লিক করবেন না। সতর্ক থাকুন। সুরক্ষিত থাকুন। বলা হয়েছে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে।
কী বলছে পাঞ্জাব পুলিশ?
ভারতীয় হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের টার্গেট করা হচ্ছে। পাকিস্তানের হ্যাকাররা এবার ডিজিটাল অ্যাটাকে নেমেছে। মিসাইলের মাধ্যমে নয়, এবার ফোনের মাধ্যমে এই হানা দিতে চাইছে। ডান্স অফ দ্য হিলারি নামে একটা ভাইরাস হোয়াটস অ্যাপ, টেলিগ্রাম, ইমেলের মাধ্য়মে ওরা ছড়িয়ে দিতে চাইছে।
কীভাবে রক্ষা পাবেন?
হোয়াটস অ্যাপে কোনও অজানা লিঙ্ক এলে তাতে ক্লিক করবেন না। অজানা ব্যবহারকারী কোনও ফাইল পাঠালে তা এড়িয়ে চলুন। হোয়াটস অ্য়াপে টু স্টেপ ভেরিফিকেশন রাখুন।
হোয়াটস অ্যাপ আপ টু ডেট রয়েছে কি না দেখুন। হোয়াটস অ্যাপের প্রাইভেসি সেটিংসটা ভালো করে দেখে রাখুন।
বিশেষজ্ঞরা কী বলছেন?
আননোন সাইট থেকে কিছু লিঙ্ক এলে তা খুলবেন না। আগামী সাত দশদিন ধরে এটা একটু সতর্ক থাকা দরকার।
তবে এবারই প্রথম নয়, সম্প্রতি একের পর এক সাইটে প্রবেশ করার চেষ্টা করছিল পাক হ্য়াকাররা। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তা প্রতিহত করে ভারত। এবার পাক হ্যাকাররা নতুন করে একাধিক ক্ষেত্রে সাইবার অ্য়াটাক করার চেষ্টা করছে। এবার নিশানায় ভারতের সাধারণ মানুষ। হোয়াটস অ্য়াপের মাধ্য়মে ওরা ঢুকে পড়তে পারে। সেক্ষেত্রে সাবধান না হলেই বিপদ।