রাত পোহালেই বাংলা–সহ কয়েকটি রাজ্যে নির্বাচন হবে। এই আবহের মধ্যেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস। কদিন আগেই হাওড়ার নলপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। তখনও ট্রেনের গতি কম ছিল বলে বড় বিপদ থেকে বেঁচে যায় ট্রেন। এবার বড় বিপদ থেকে বেঁচে গেল বন্দে ভারত এক্সপ্রেস। একইসঙ্গে বেঁচে গেল একটি মালবাহী ট্রেনও। তার জেরে প্রাণে বাঁচলেন প্রায় এক হাজারের মতো যাত্রী। আলোড়ন ফেলা ঘটনাটি ঘটেছে ডবল ইঞ্জিন সরকার ওড়িশায়।
রেল লাইনের উপরে রাখা ছিল বিশাল পাথর। আর লাইনের একাংশ ভেঙে রাখা হয়েছিল বলে সূত্রের খবর। এখান দিয়ে ট্রেন তীব্র গতিতে যেতে গেলেই বড় দুর্ঘটনা ঘটে যেত। কারণ সেখানে খোলা ছিল প্যান্ডল ক্লিপ। এটা কেউ বা কারা নাশকতা করার জন্যই করেছিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনার জেরে ভয়াবহ বিপদ ঘটে যেতে পারত বলে মনে করে আতঙ্কে ভুগছেন অনেকে। পুরো ছকটি ঠিক করা হয়েছিল এই দু’টি ট্রেনের জন্যই। সার্বিক পরিস্থিতি দেখে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত রেলের।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পাহাড়ে থাকাকালীন ভূমিকম্প, আতঙ্কে পর্যটকরা, দার্জিলিং–কার্শিয়াং কাঁপল
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাও ওড়িশার বালেশ্বরে হয়েছিল। তাতে বহু মানুষের প্রাণ যায়। এবার বন্দে ভারত এক্সপ্রেসকে টার্গেট করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। সোমবার বেশি রাতে ওড়িশার টিটলাগড়–রায়পুর সেকশনের অন্তর্গত নওয়াপাড়া ও খারিয়ার রোড স্টেশনের মাঝখানে বিষয়টি ঘটে। ইস্ট কোস্ট রেল শাখা সূত্রে খবর, ডাউন লাইনে মালগাড়ি আসছিল। আর ওই লাইনে বিশাল পাথর রাখা ছিল। দূর থেকেই মালগাড়ির চালক সেটা দেখতে পান। তৎক্ষণাৎ আপতকালীন ব্রেক কষে মাল গাড়িকে দাঁড় করিয়ে দেন তিনি। খবর পাঠান নিকটবর্তী স্টেশনে। তখন লাকনা স্টেশন পেরিয়ে বন্দে ভারত এক্সপ্রেস নওয়াপাড়া রোডে আসছিল। অকুস্থল থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে ছিল বন্দে ভারত এক্সপ্রেস।