বাংলা নিউজ > ঘরে বাইরে > New HIV drug treatment for children: শিশুদের HIV চিকিৎসায় বিরাট উন্নতি! দারুণ সাড়া পেলেন চিকিৎসকরা
পরবর্তী খবর
New HIV drug treatment for children: শিশুদের HIV চিকিৎসায় বিরাট উন্নতি! দারুণ সাড়া পেলেন চিকিৎসকরা
1 মিনিটে পড়ুন Updated: 03 Aug 2023, 02:32 PM ISTSuman Roy
HIV New Treatment: শিশুদের HIV চিকিৎসার ক্ষেত্রে বিরাট বড় ধাপ। বিজ্ঞানীদের বড় আবিষ্কার।
শিশুদের HIV চিকিৎসায় বড় ঘটনা
এখনও পর্যন্ত এইডস বা HIV-র চিকিৎসার জন্য পাকাপোক্ত কোনও ওষুধ চিকিৎসকরা আবিষ্কার করে উঠতে পারেননি। আর তাই আজও এই রোগ যে কোনও মানুষের ক্ষেত্রেই বিরাট ভয়ের। এহেন পরিস্থিতিতে এই রোগটি আরও বেশি করে ভয়ঙ্ক শিশুদের জন্য। কারণ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নানা ধরনের ওষুধ দিয়ে রোগটি তাও কিছু সামলে রাখা যায়, কিন্তু শিশুদের ক্ষেত্রে কোন মাত্রায় ওষুধ ব্যবহার করা হবে, তা নিয়েই বহু ক্ষেত্রে নিশ্চিত হতে পারেন না চিকিৎসকরা। কিন্তু হালে সেই ক্ষেত্রেই এল বড় বদল। বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললেন, দারুণ এক ওষুধ, যা শিশুদের ক্ষেত্রে বিরাট কার্যকর হতে পারে।
সম্প্রতি ল্যানসেট HIV জার্নালে প্রকাশিত হয়েছে এই আবিষ্কারের কথা। সেখানে বলা হয়েছে, নির্দিষ্ট মাত্রায় তিনটি ওষুধ একসঙ্গে প্রয়োগ করলে শিশুদের HIV নিয়ন্ত্রণের ক্ষেত্রে দারুণ ভালো ফল পাওয়া যাচ্ছে।
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে দারণ ভালো ফল পেয়েছেন। এবং আগামী দিনে HIV চিকিৎসার ক্ষেত্রে এটি একটি বড় হাতিয়ার হতে চলেছে বলেও আশা তাঁদের।
কী কী থাকছে এই ওষুধের কমবিনেশনে? Dolutegravir, Abacavir এবং Lamivudine নামের তিনটি ওষুধ একসঙ্গে মিশিয়ে তৈরি করা হচ্ছে এই কমবিনেশন ড্রাগটি। এই গবেষণার সঙ্গে যুক্ত এক বিজ্ঞানী জানিয়েছেন, ‘শিশুদের HIV চিকিৎসা চিরকালই একটি বড় চ্যালেঞ্জ হিসাবে থেকেছে। তার কারণ বিভিন্ন ধরনের ট্যাবলেট এবং লিকুইড তাদের খাইয়ে চিকিৎসা চালাতে হত। এমতাবস্থায় তাদের শরীরে এগুলির প্রভাব কেমন পড়বে, তার পুরোটাই নির্ভর করত, শিশুটিকে সেই ওষুধগুলি ঠিক করে খাওয়ানো যাচ্ছে কি না, তার উপর। কারণ বহু ক্ষেত্রে বিস্বাদ ওষুধ শিশুদের খাওয়ানো সমস্যার। ফলে কাঙ্ক্ষিত ফলও পাওয়া যেত না এ থেকে। এবার এই নতুন ওষুধ সেই সমস্যা অনেকটাই কমিয়ে ফেলতে পারবে বলে আশা।’