খালিস্তানপন্থী বিক্ষোভকারী ভারতীয় পতাকা নামিয়ে দেন লন্ডনে অবস্থিল ভারতীয় হাইমকমিশনের সামনে থেকে। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারকে তলব করে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।
খালিস্তানপন্থী বিক্ষোভকারী ভারতীয় পতাকা নামিয়ে দেন লন্ডনে অবস্থিল ভারতীয় হাইমকমিশনের সামনে থেকে।
অমৃতপাল সিং কাণ্ডের আঁচ গিয়ে পড়ল লন্ডনে। গতকাল লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। সেই সময় হাইকমিশনের ভারতীয় পতাকা নামিয়ে দেওয়া হয়। এই আবহে ভারতীয় পতাকার অপমানের জবাবদিহি চাইতে দিল্লিতে তলব করা হল ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় রবিবার একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দেখা যায়, লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে একজন শিখ ব্যক্তি জাতীয় পতাকা নামিয়ে দিচ্ছে। এই ভিডিয়োর প্রেক্ষিতে রবিবার গভীর রাতে ক্রিস্টিনাকে তলব করা হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। উল্লেখ্য, ভারতে নিযুক্তি ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস এই মুহূর্তে দিল্লিতে নেই। তাই ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয় এই ঘটনায়। (আরও পড়ুন: হাওড়া থেকে চালু হবে আরও এক বন্দে ভারত, ৭৫০ কিমি দূরত্ব পার হবে মাত্র ৬ ঘণ্টায়)
জানা গিয়েছে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের থেকে এই নিয়ে জবাবদিহি চাওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে, কীভাবে ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা প্রবেশ করল? ভারত সরকারের তরফে আরও প্রশ্ন করা হয়েছে, লন্ডনের পুলিশ প্রশাসন এবং নিরাপত্তারক্ষীরা সেই সময় কোথায় ছিল? এদিকে ভারতী বিরোধী এবং বিচ্ছিনতাবাদীদের গতিবিধি রোধ করতে ব্রিটিশ সরকার কী পদক্ষেপ করছে, তাও জানতে চাওয়া হয়। এই আবহে 'ভিয়েনা কনভেনশনের অধীনে মৌলিক বাধ্যবাধকতা'র বিষয়ে ব্রিটিশ সরকারকে মনে করিয়ে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে। ঘটনার পর এক বিবৃতি প্রকাশ করে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, 'ব্রিটেনে ভারতীয় কূটনৈতিক প্রাঙ্গণ এবং কর্মীদের নিরাপত্তার বিষয়ে ব্রিটিশ সরকারের উদাসীনতাকে অগ্রহণযোগ্য মনে করছে ভারত সরকার।'
বিবৃতিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, 'আমরা আশা করি, আজকের ঘটনার সাথে জড়িতদের প্রত্যেককে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করবে ব্রিটিশ সরকার। দোষীদের বিচারের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে। এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্যও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি আমরা।' এদিকে ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস রবিবার ঘটে যাওয়া লন্ডনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের প্রাঙ্গণে এবং কর্মীদের সঙ্গে আজ যে অসম্মানজনক আচরণ করা হয়েছে, তার তীব্র ভাষায় নিন্দা জানাই আমি। এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।'