Narendra Modi: 'বিবেকানন্দই আমার আদর্শ' কন্যাকুমারীতে ৪৫ ঘণ্টার ধ্যানভঙ্গ করলেন মোদী
1 মিনিটে পড়ুন Updated: 01 Jun 2024, 10:50 PM ISTশনিবার (১ জুন) তামিলনাড়ুর কন্যাকুমারীতে ৪৫ ঘণ্টার ধ্যান শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার (১ জুন) তামিলনাড়ুর কন্যাকুমারীতে ৪৫ ঘণ্টার ধ্যান শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টার ধ্যান শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময়কালে আধ্যাত্মিক সাগরে কার্যত ডুব দেন। যেখানে তিনি ধ্যান মণ্ডপমে ধ্যান করছিলেন, যেখানে স্বামী বিবেকানন্দও একটা সময় ধ্যানে বসেছিলেন।
এই কর্মসূচি প্রসঙ্গে মোদী জানিয়েছেন, বিবেকানন্দ ধর্মীয় নবজাগরণের উৎস, তিনি তাঁর আদর্শ, তাঁর শক্তি, তাঁর আধ্যাত্মিকতার উৎস। তিনি লিখেছেন, বহুবছর আগে গোটা ভারত ঘুরে স্বামী বিবেকানন্দ এখানে ধ্যানমগ্ন হয়েছিলেন। এখান থেকেই তিনি ভারতকে ফের বাঁচিয়ে তোলার নতুন দিগ নির্দেশনা পেয়েছিলেন। এটা আমার ভাগ্য যে বহু বছর পরে ….এই পূণ্য জায়গায় এসে ধ্যান করার সুযোগ পেলাম।
এই সাধনাকে তিনি তাঁর জীবনের অবিস্মরনীয় ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি মূহুর্ত তিনি দেশের জন্য উৎসর্গ করেছেন। তিনি তামিল কবির থিরুভাল্লাভুরের মূর্তিতেও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব শনিবার কন্যাকুমারীতে মোদীর আধ্যাত্মিক কার্যকলাপকে নিছক 'ফটোশুট' বলে উড়িয়ে দিয়েছেন।
মোদীজি কোনও মেডিটেশন করছেন না, শুধু ফটোশুট হচ্ছে। ফটোশুট শেষ হলেই তাঁরা ফিরে আসবেন বলে জানিয়েছিলেন তেজস্বী যাদব।
৩০মে বৃহস্পতিবার কন্যাকুমারীতে পৌঁছন মোদী। পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী পার্বতীও একই স্থানে এক পায়ে ধ্যান করেছিলেন যখন তিনি ভগবান শিবের জন্য অপেক্ষা করেছিলেন।
এটি ভারতের দক্ষিণতম প্রান্ত। এখানেই ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলরেখা মিলিত হয়েছে। এটি ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের মিলনস্থল। কন্যাকুমারীতে গিয়ে জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছেন মোদী।
বৃহস্পতিবার পঞ্জাবের হোসিয়ারপুরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ও সপ্তম দফার প্রচার শেষ করেছিলেন মোদী।
৭৫ দিনে সমাবেশ, রোড শো-সহ প্রায় ২০৬টি নির্বাচনী প্রচার কর্মসূচি করেছিলেন মোদী। তিনি বিভিন্ন সংবাদ ও মিডিয়া প্ল্যাটফর্মে প্রায় ৮০ টি সাক্ষাৎকার দিয়েছিলেন এবার।
নির্বাচনী প্রচার শেষে প্রধানমন্ত্রী আধ্যাত্মিক যাত্রা করেন বলে জানা যায়। ২০১৯ সালে তিনি কেদারনাথ এবং ২০১৪ সালে শিবাজীর প্রতাপগড়ে গিয়েছিলেন।
১৯ এপ্রিল থেকে সাত দফায় ৫৪৩টি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে। ভোট গণনা হবে ৪ জুন।