ওড়িশা বিধানসভায় মোট আসন ১৪৭। এখানে ম্যাজিক ফিগার হল ৭৪। এখানে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট হয়েছিল। গোটা দেশের নজর রয়েছে এখানকার ভোটের ফলাফলের দিকে। বিজেপি ও বিজেডির মধ্য়ে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই।
কী হতে পারে ওড়িশায়?
কেন্দ্রীয় মন্ত্রী তথা সম্বলপুর আসনের বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র প্রধান এএনআইতে জানিয়েছেন, আজ ছিল ভোটের শেষ দিন। আমরা এটা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার তৈরি হবে। আর ওড়িশায় প্রথমবারের জন্য় সরকার তৈরি করবে বিজেপি।
ওড়িশায় রিপাবলিক-ম্যাট্রিজ এক্সিট পোলের হিসাব বলছে ২১টি লোকসভা আসনের মধ্য়ে পেতে পারে বিজেপি ৯-১২টি আসন।
বিজেডি পেতে পারে ৭-১০টি আসন
কংগ্রেস পেতে পারে ০-১টি আসন
এবার জন কি বাতের এক্সিট পোলের হিসাব বলছে
বিজেপি পেতে পারে ১৫-১৮টি আসন
বিজেডি পেতে পারে ৩-৭টি আসন।
ইন্ডিয়া জোট এক্ষেত্রে একটা আসনও না পেতে পারে।
ইন্ডিয়া টিভি-সিএনএক্সের এক্সিট পোলের হিসাব বলছে বিজেপি জিততে পারে ১৫-১৭টি আসন
ইন্ডিয়া জোট জিততে পারে ১টি আসন
বিজেডি একটি আসনে জয় পেতে পারে।
নিউজ ২৪ টুডের চানক্যর এক্সিট পোলের ফলাফল অনুসারে জানা গিয়েছে বিজেপি ১৬টি আসনে জিততে পারে, ইন্ডিয়া জোট জিততে পারে ১টি আসনে, বিজেডি জিততে পারে ৪টি আসনে।
এবার ওড়িশায় অন্য়তম হেভিওয়েট প্রার্থী হলেন প্রতাপ ষড়ঙ্গি, মঞ্জু লতা মণ্ডল, শর্মিষ্ঠা শেঠী, রাজশ্রী মল্লিক। অন্য উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন স্পিকার প্রমীল মল্লিক, চিফ হুইপ প্রশান্ত কুমার মুদলি সহ অন্যান্যরা।
এদিকে ওড়িশায় রাশ কার হাতে থাকবে তা নিয়ে বিজেপি ও বিজেডির মধ্য়ে এবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তার জেরে সকলেরই আগ্রহ ওড়িশায় কতটা এগিয়ে যেতে পারে বিজেপি? তবে এবার খোদ নরেন্দ্র মোদী একাধিক মিটিং করেছিলেন ওড়িশায়। নানা উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। আর ওড়িশার কিছু জায়গায় অনুন্নয়নের জন্য তিনি বিজেডিকেই দায়ী করেছিলেন।