অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে গোটা দেশজুড়ে নানা বিতর্ক রয়েছে। তার মধ্য়েই সুপ্রিম কোর্টে একটি বিশেষ বিষয় উত্থাপিত হল। সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রের কাছে জবাব তলব করা হয়েছে যে একজন মহিলা যিনি মুসলিম পরিবারে জন্মেছেন যদি সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সেকুলার আইনকে মানতে চান তবে কি তিনি সেটা পারবেন! নাকি মুসলিম পার্সোনাল আইন তাঁকে মেনে চলতে হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কেন্দ্রকে চার সপ্তাহ সময় দিয়েছেন জবাব জমা দেওয়ার জন্য। আগামী ৫ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
কেরলের বাসিন্দা ওই মহিলা। তিনি জানিয়েছেন যে তিনি গোটা সম্পত্তি তাঁর কন্য়াকে দিয়ে যেতে চান। তাঁর পুত্র অটিস্টিক। তাঁর কন্যা ওই পুত্রের দেখাশোনা করেন। পিটিশনে তিনি জানিয়েছেন।
এদিকে মুসলিম আইন অনুসারে একজন পুত্র কন্য়ার দ্বিগুণ সম্পত্তি পাওয়ার অধিকারী। যদি বাবা মায়ের সম্পত্তি ভাগ করা হয় তখন এভাবেই ভাগ করা হয়ে থাকে। আবেদনকারী এই মামলায় জানিয়েছেন, যদি ডাউন সিনড্রোমের জেরে তাঁর পুত্রের মৃত্যু হয় তবে তাঁর কন্যা এক তৃতীয়াংশ সম্পত্তি পাবেন। বাকি সম্পত্তি তাঁর অপর এক আত্মীয়কে দেওয়া হবে।
ওই মহিলা জানিয়েছেন আবেদনে জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী মুসলিম ধর্মকে পালন করেন না। সেকারণে ভারতীয় উত্তরাধিকার আইন অনুসারেই তিনি সম্পত্তির ভাগ করতে চান। এদিকে বর্তমানে এই ভারতীয় উত্তরাধিকার আইন মুসলিমদের উপর প্রযোজ্য নয়। সেকারণেই সাফিয়া নামের এই মহিলা চ্যালেঞ্জ জানিয়েছেন।