বন্ধ হল LIC Jeevan Amar ও LIC Tech Term পলিসি, যাঁদের করা আছে, তাঁদের কী হবে? Updated: 23 Nov 2022, 01:27 PM IST Soumick Majumdar সূত্রের খবর, রিইনস্যুওরেন্সের হারের বৃদ্ধির কারণেই এই মেয়াদী পলিসিগুলি বন্ধ করে দেওয়া হল। LIC ২০১৯ সালের অগস্টে জীবন অমর প্ল্যান এবং ২০১৯ সালের সেপ্টেম্বরে টেক টার্ম প্ল্যান লঞ্চ করেছিল।