স্কুটারের মধ্য়ে হুন্ডা অ্য়াকটিভা অনেকেরই বেশ পছন্দের। সূত্রের খবর, হুন্ডা মোটরসাইকেল আর স্কুটার ইন্ডিয়া তাদের ই-স্কুটারের জন্য় ডিলারশিপ ঠিক করছে। QC1 আর অ্য়াক্টিভা ই গত বছরই প্রকাশ্য়ে এসেছিল। ২০২৫ সালের জানুয়ারি মাসে অটো এক্সপোতে দামের ব্যাপারটাও সামনে এসেছিল।
এবার QC1 আর অ্যাকটিভা ই এই দুটি দুচাকার ক্ষেত্রেই অ্যাকসেসরিজের দাম কেমন হবে সেটা এবার জানা গেল। খবর এনডিটিভি অটো সূত্রে।
মোটামুটি দুটি স্কুটারই পাওয়া যাবে পাঁচটি রঙে। বডি কালারের মিরর কভার মিলবে ৩২৬ টাকায়। গ্রিপ কভারের দাম ১৯৫ টাকা। হ্যান্ডেলবারের শেষের অংশ মিলবে ৯৬ টাকায়। সিট কভারের দাম ধরা হচ্ছে ৪৬৬ টাকা।
হাফ ফেসড হেলমেটের দাম পড়বে ১১৮৯ টাকা। ফুল ফেসড হেলমেটের দাম পড়বে ১৩৫৪ টাকা। পা দানির দাম পড়বে ৯১৮ টাকা। ম্যাট ফ্লোরের দাম রাখা হচ্ছে ৪৩৩ টাকা। লাইসেন্স প্লেট কভারের দাম পড়ছে ৯৫ টাকা।
হুন্ডা অ্যাকটিভা-ই-তে দুটি খোলা পড়া যায় এমন ব্যাটারি থাকছে। ১.৫kWh ব্যাটারি থাকছে। বাড়তি হিসাবে কিছু সাধারণ জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা করা যায়। সেক্ষেত্রে ২৪৫০ টাকায় এটা কিনতে হবে। অ্যাক্টিভা ই তে একটি হেলমেট লক থাকছে। সেটার দাম পড়বে ১৮৪ টাকা।