
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কাশ্মীরে সেনার হেফাজতে তিন আধিকারিকের মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল। তবে মৃত সওকত আলির আত্মীয় জাভেদ আহমেদ জানিয়েছেন, এক সেনা অফিসার মঙ্গলবার এই ঘটনায় ক্ষমা চেয়েছেন। ৪৮ আরআর ক্যাম্পের মধ্য়ে তাদের অত্যাচার করে মেরে ফেলা হয়েছে পরিবারের দাবি।
তিনি আরও জানিয়েছেন, সেনা মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। সাধারণ প্রশাসনের তরফ থেকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আহমেদ জানিয়েছে, আধিকারিকদের একটা টিম এসেছিলেন মৃতের পরিবারে।
আহমেদ জানিয়েছেন, ব্রিগেডিয়ার এমপি সিং স্বীকার করে নিয়েছেন যে বড় অপরাধ হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন দোষীদের ছাড়া হবে না। তিনি মৃতের পরিবারকে ১০ লাখ টাকা করে দিয়েছেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট ২০ লাখ টাকা করে তুলে দিয়েছেন।
এদিকে এই মৃত্যুর পরে পরিবারের তরফে ৩০ লাখ করে টাকা ও সরকারি চাকরির দাবি করা হয়েছিল।
চাকরির জন্য আধিকারিকরা তাদের সম্পর্কে প্রয়োজনীয় নথি নিয়েছেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, প্রতি পরিবারকে একটা করে চাকরি দেওয়া হবে।
জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার ফোনে ওই পরিবারগুলির সঙ্গে কথা বলেন। সওকত আলির কাকা মহম্মদ সাদিক জানিয়েছেন, বুধবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজৌরিতে আসতে পারেন। আমাদের সঙ্গে রাজনাথ সিংয়েরও দেখা করানো হবে। তবে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
জাভেদ আহমেদ জানিয়েছেন, ব্রিগেডিয়ার জানিয়েছেন, ৪৮ আরআরএর ব্রিগেডিয়ার ও আরও দুজন অফিসারকে তার মধ্য়ে একজন মেজর রয়েছেন তাদের ডিউটিতে আর রাখা হচ্ছে না। তাদের রাজৌরিতে একটি ঘরে রাখা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসকে এক আধিকারিক জানিয়েছেন, আর্মির কোর্ট অফ এনকোয়ারির ব্যাপারে বলা হয়েছে।
অন্য়দিকে সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডেও জানিয়েছেন, একেবারে পেশাগত ভঙ্গিতে যেন গোটা বিষয়টি পরিচালনা করা হয়।
এদিকে জম্মু-কাশ্মীর পুলিশ অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করেছে। সেকশন ৩০২ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports