কার্গিলের রক্তক্ষয়ী যুদ্ধে ভারতের জয়ের ২৫ বছর আজ পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে ইতিমধ্যেই কার্গিলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বিজয় দিবসের উদযাপন পালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তবে এর ২৫ বছর আগে, যুদ্ধের সময়ও একবার কার্গিলে গিয়েছিলেন মোদী। তখন তিনি, হিমাচল প্রদেশের বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন। সেবার Mi-17 হেলিকপ্টারে করে শ্রীনগরে নামেন নরেন্দ্র মোদী। কেমন অভিজ্ঞতা হয়েছিল সেবার? এক বিরল অডিয়ো ক্লিপে মোদীর কণ্ঠে উঠে এল এক ঘটনার কথা।
সদ্য ‘মোদী আর্কাইভ’ থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করা হয়েছে। সেখানেই কার্গিল দিবস উপলক্ষ্যে এক পোস্ট করা হয়। পোস্টে বর্ণনা করা হয়, ২৫ বছর আগে কার্গিলে মোদী যখন গিয়েছিলেন, তখন কেমন ছিল তাঁর অভিজ্ঞতা? সেই বর্ণনা দিতে গিয়ে পোস্টের শুরুতেই লেখা রয়েছে, 'জীবনকালের তীর্থ'। যুদ্ধের সময় সেনার কাছে আবশ্যিক রসদ পৌঁছে দিতে গিয়েছিলেন মোদী ও তাঁর টিম।
কার্গিলে ২৫ বছর আগে, মোদীর সফরের অভিজ্ঞতার ওই পোস্টে বর্ণনায় লেখা হয়, ১৯৯৯ সালে ২৬ জুলাই কীভাবে বহু রক্তক্ষয়ী পরিস্থিতির পর ভারত কার্গিল যুদ্ধ জিতে নেয়। টাইগার হিল-এ দর্পের সঙ্গে জাতীয় পতাকা উত্থিত করেন ভারতীয় সেনার বীর যোদ্ধারা। এছাড়াও আরও একটি পোস্টে মোদীর অভিজ্ঞতার কথা লেখা হয়। সেখানে বলা হচ্ছে, নরেন্দ্র মোদী সেবার সেনা জওয়ানদের সঙ্গে কথা বলছিলেন। তাঁদের সাহসিকতার জন্য সেনা জওয়ানদের ধন্যবাদ জানান মোদী। তবে সেনা জওয়ানরা পাল্টা বলেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী (তৎকালীন) অটলবিহারী বাজপেয়ীর পাওয়া উচিত। এর উত্তর ব্যাখ্যা করে, সেবার এক সেনা জওয়ান মোদীকে বলেছিলেন এক কাহিনি।
( Vastu shastra tips: সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা,টেনশন? পড়ার টেবিলে পেন হোল্ডার রাখুন এভাবে, রইল বাস্তুটিপস)