ফের বড়সড় 'ভুল' করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে 'পুতিন' বলে ডাকলেন। আবার কথায় কথায় কমলা হ্যারিসের কথা বলতে গিয়ে নিজের ভআইস প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প বানিয়ে দিলেন। এর আগে বিগত কয়েকদিন ধরেই জো বাইডেনের শারীরিক অসুস্থতা এবং অক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাঁকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যে বারবার অনুরোধ করছেন ডেমোক্র্যাটদের একাংশ। তবে তিনি নিজের অবস্থানে অনড় থেকে জানিয়েছেন যে তিনি নির্বাচনে লড়বেনই। এরই মাঝে একাধিক ক্ষেত্রে এই ধরনের 'ভুল' করে চলেছেন তিনি। (আরও পড়ুন: 'নতুন পিচে খেলা হবে', সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলায় এল বড় পরিবর্তন)
আরও পড়ুন: বাড়ল EPFO-র সুদের হার, সরকারের সিদ্ধান্তে পকেট ফুলে উঠল ৭ কোটি চাকরিজীবীর
রিপোর্ট অনুযায়ী, ন্যাটো সামিটে তিনি কমলা হ্যারিসকে ভুল করে ট্রাম্প বলে ডাকেন। কথায় কথায় তিনি বলেন, 'আমি যদি মনে করতাম যে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন, তাহলে ট্রাম্পকে নিজের ভাইস প্রেসিডেন্টও বানাতাম না।' আদতে তিনি কমলা হ্যারিসের কথা এখানে বলতে গিয়ে তাঁকে ভুল করে 'ট্রাম্প' বলেছেন। এদিকে এই একই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি পুতিন বলে সম্বোধন করে বসেন। নিজের ভাষণ শেষে তিনি জেলেনস্কিকে বক্তব্য রাখার জন্যে আহ্বান জানাচ্ছিলেন। সেই সময় বাইডেন বলে বসেন, 'আর এখন আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে কথা বলার জন্যে অনুরোধ করব... লেডিস অ্যান্ড জেন্টেলমেন, প্রেসিডেন্ট পুতিন।' (আরও পড়ুন: কালো মেঘে ঢাকা আকাশ, হচ্ছে বৃষ্টি, আজ সারাদিনে কলকাতার আবহাওয়া থাকবে কেমন?)
আরও পড়ুন: ১১৯ দিন পর ফের 'আনলাকি' সরকারি কর্মীরা? ১৩-র ফাঁড়া কাটবে কি, বাতলে দেবে ‘৬০’