মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে শুক্রবার এক যাত্রী প্যানিক অ্যাটাকের শিকার হন বলে জানা যায়। সেই যাত্রীকে চড় মারেন অন্য এক যাত্রী। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় আক্রান্ত ব্যক্তির নাম হোসেন আহমেদ মজুমদার। তাঁর পরিবার এবার দাবি করলেন, তিনি নিখোঁজ। জানা গিয়েছে, প্যানিক অ্যাটাকে আক্রান্ত ব্যক্তি অসমের কাছাড়ের বাসিন্দা। কলকাতা থেকে তাঁর শিলচরের বিমান ধরার কথা ছিল। তবে তিনি বাড়িতে আসেননি বলে অভিযোগ পরিবারের। (আরও পড়ুন: নোবেল পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলেন আরও এক দেশের 'মনোনয়ন')
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা বাংলাদেশির
আরও পড়ুন: ম্যাট্রিমনিয়াল সাইটে প্রাতরক মহিলার সূত্র ধরে পুলিশের জালে বাংলাদেশি, চলছিল চক্র
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, হোসেন আহমেদ মজুমদার পেশায় একজন জিম ট্রেনার। তিনি মুম্বইতেই একটি জিমের সঙ্গে যুক্ত। কাটিগোড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন আহমেদ। তাঁর পরিবারের সদস্যরা শিলচর বিমানবন্দরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন। তবে আহমেদের ফোন 'আনরিচ্যাবেল'। এদিকে পরিবারকে আহমেদের বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে আহমেদরে ফোনে না পাওয়ায় পরিবার সদস্যরা চিন্তায় পড়েছেন। (আরও পড়ুন: শিয়ালদায় কোন রুটের ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তা নির্দিষ্ট করে দেওয়া হল)
আরও পড়ুন: ভোটার তালিকায় বাবার নাম ১৯৬০ থেকে, এহেন কোচবিহারবাসীকে এবার NRC নোটিশ
আরও পড়ুন: দখলে চলে যাওয়া পার্ক সার্কাস স্টেশন নিয়ে সংসদে প্রশ্ন, উঠল গুরুতর অভিযোগ
এর আগে সহযাত্রীর হাতে আহমেদের চড় খাওয়ার ভিডিয়োটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ইন্ডিগোর ফ্লাইট নম্বর ৬ই১৩৮ বিমানে ঘটে। চড় মারা ব্যক্তিকে বিমানবন্দরে নিরাপত্তা দলের হাতে তুলে দেওয়া হয়েছে। উড়ান সংস্থা ওই যাত্রীকে ‘অবাধ্য’ ঘোষণা করেছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে একজন এয়ারহোস্টেস অন্য একজনকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। এরই মধ্যে অন্য একটি সিটে বসা এক ব্যক্তি হঠাৎ করে ওই ব্যক্তিকে চড় মারে। এয়ারহোস্টেস এমনটা করতে নিষেধ করেন। এটা দেখে সেখানে বসে থাকা অন্য যাত্রীরাও চড় মারা ব্যক্তির উপর ক্ষুব্ধ হন। (আরও পড়ুন: বাংলাদেশের ওপর আমেরিকার ২০% শুল্ককে 'কূটনৈতিক জয়' দেখছেন ইউনুস, খোঁচা ভারতকে)
আরও পড়ুন: ভারত কি সত্যি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে? সামনে এল নয়া দাবি
আরও পড়ুন: ট্রাম্প ২.০ জমানায় গড়ে প্রতিদিন ৮ জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা