এক যাত্রী মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়ায় মাদুরাই থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট ইন্দোর বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয় শনিবার সন্ধ্যায়। জানা গিয়েছে, ৬০ বছর বয়সি এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয় মাঝ আকাশে। এই আবহে তড়ঘড়ি ইন্দোরের দেবী অহিল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে দিল্লিগামী উড়ানটি। বিমানটি ইন্দোরে নামতেই অসুস্থ যাত্রীকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সেই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যাত্রীর নাম অতুল গুপ্ত। মাঝ আকাশেই তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে বলে জানা গিয়েছে রিপোর্টে। (আরও পড়ুন: শীঘ্রই করোনার XBB.1.5 রূপ আতঙ্ক ছড়াতে শুরু করবে ইউরোপে, দাবি স্বাস্থ্য সংস্থার)
ইন্দোর বিমানবন্দরের ডিরেক্টর ইনচার্জ প্রবোধ চন্দ্র শর্মা বলেন, 'প্রাথমিক তথ্য অনুসারে অতুল গুপ্ত (৬০ বছর) ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট 6E-2088-এ ছিলেন। তাঁর মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। যাত্রার মাঝপথেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মেডিক্যাল ইমার্জেন্সির কারণে মাদুরাই-দিল্লি ফ্লাইটটিকে ইন্দোরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং বিমানটি বিকেল সাড়ে পাঁচটার দিকে ইন্দোর বিমানবন্দরে অবতরণ করে। অতুল গুপ্তকে বিমানবন্দরের কাছেই একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।'
বিমানবন্দরের ডিরেক্টর প্রবোধ চন্দ্র শর্মা বলেন, 'বিমানবন্দর থেকে অসুস্থ যাত্রী অতুল গুপ্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন ডাক্তার জানান, তিনি আগে থেকেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছিলেন।' এদিকে অতুলকে ইন্দোরে নামিয়ে ফের গন্তব্যস্থল দিল্লির উদ্দেশে উড়ে যায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। ইন্দোর এরোড্রোম থানার এক সাব-ইন্সপেক্টর জানিয়েছেন, মৃত অতুল গুপ্ত নয়ডার বাসিন্দা। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে যাত্রীর মৃতদেহটিকে। ময়নাতদন্ত শেষ হলে অতুল গুপ্তর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ কর্তা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক