এছাড়াও ৭৪ টি নতুন ট্রেন সংযুক্ত করা হয়েছে ২০২৫ সালের রেলের টাইম টেবিলে। তারমধ্যে ৩৪ টি নতুন বন্দে ভারত, ২ জোড়া অমৃত ভারত জায়গা করে নিয়েছে।
বন্দে ভারত এক্সপ্রেস।
নতুন বছর পড়তেই অনেকের বাড়িতেই কেনা হয়ে যায় ট্রেনের টাইমটেবিল। এবছর ২০২৫ সালে রেলের টাইমটেবিলে রয়েছে বেশ কয়েকটি দিক। প্রথমবারের জন্য এবারই সাধারণ ট্রেনগুলির সঙ্গে স্পেশ্যাল ট্রেনের তালিকাও ঢুকে গিয়েছে রেলের টাইমটেবিলে। ৪,০৫৬ টি স্পেশ্যাল ট্রেনের তালিকা এবার জায়গা করে নিয়েছে রেলের টাইমটেবিলে।
নতুন যে টাইমটেবিল প্রকাশিত হয়েছে, তাতে ২৮৭৫ টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। তারমধ্যে এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনও রয়েছে। এছাড়া বহু স্টেশনে ট্রেন ছাড়া ও পৌঁছানোর সময়েও বড়সড় পরিবর্তন এসেছে। এছাড়াও ৭৪ টি নতুন ট্রেন সংযুক্ত করা হয়েছে ২০২৫ সালের রেলের টাইম টেবিলে। তারমধ্যে ৩৪ টি নতুন বন্দে ভারত, ২ জোড়া অমৃত ভারত জায়গা করে নিয়েছে। একটি জোড়া 'নমো ভারত ব়্যাপিড রেল' ও রয়েছে টাইমটেবিলে। সঙ্গে রয়েছে ৩৭ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেনের তালিকা।