লাবুবু পুতুল। বছর খানেক আগেও এই পুতুলের ব্যাপারে কেউ সেভাবে জানত না। জনপ্রিয়তা তো অনেক দুরের কথা। তবে সম্প্রতি ট্রেন্ডে গা ভাসিয়ে চোখ গোল গোল, বড় বড় দাঁত, লম্বা লম্বা কানওয়ালা 'লাবুবু' কিনেছেন অনেকেই। আপাতত এমন অদ্ভুত দর্শন পুতুলেই মন মজেছে সকলের।কেউ বাড়িতে সাজিয়ে রাখছেন। আবার কেউ ব্যাগের চাবিতে ঝোলাচ্ছেন। হলিউড থেকে বলিউড, কিংবা টলিপাড়ার অভিনেত্রীদের অত্যন্ত প্রিয় 'লাবুবু'। বর্তমানে এই পুতুলের জনপ্রিয়তা যে কতখানি, সেটা একটা ছোট্ট উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন।
লাবুবু পুতুলকে এবার নতুন মোড়কে ভারতীয় আইকনে পরিণত করেছেন ওড়িশা লি পট্টনায়েক নামে একজন উদ্যোক্তা। ইনস্টাগ্রামে তিনি দেশের বিভিন্ন রাজ্যের পোশাক ও সাজসজ্জায় মাধ্যমে লাবুবু পুতুলের নতুন রূপ প্রকাশ্যে এনেছেন। শুধু তাই নয়, প্রতিটির পুতুলের সুন্দর নামকরণও করেছেন।
পশ্চিমবঙ্গ
বাঙালির চিরচেনা সাজ অর্থাৎ লালপেড়ে সাদা শাড়িতে পরিয়ে লাবুবু পুতুলকে নতুন রূপে সামনে এনেছেন উদ্যোক্তা। সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপে 'লাবৌদি' যেন উৎসবমুখর পরিবেশকে তুলে ধরছে। শুধু তাই নয়, গলায় সোনার হার, হাতে শাঁখা-পোলা এবং সোনার নাকের পরিহিত লাবুবু পুতুল যেন দুর্গাপুজোর আগমনের বার্তা দিচ্ছে।
ওড়িশা
ওড়িশার সাবেকি সাজে 'লাবু বউ'য়ের তীক্ষ্ণ নজর ফুটে উঠেছে। কালো-লাল সম্বলপুরী শাড়ি, রুপোর ঝুমক, নেকলেস এবং চুড়িতে সাজানো হয়েছে পুতুলকে। তার চুলে লাল ফুল কিন্তু মিস করলে চলবে না। কপালে বড় লাল টিপ এবং নাকের লাবুবু পুতুলের আত্মবিশ্বাসের ছোঁয়া যোগ করেছে।
পাঞ্জাব
ফুলকারি সূচিকর্মে সজ্জিত, 'লাবিন্দর'কে পরানো হয়েছে একটি গোলাপী কুর্তা এবং গাঢ় নীল সালোয়ার। পোশাকে সুক্ষ সুতোর কাজ অবশ্যই এই লুকের এক্স-ফ্যাক্টর। ঝুমক, একটি মাং টিক্কা এবং লাল চুড়া লাবুবুর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
জম্মু ও কাশ্মীর
'লাবু জান'কে উপত্যকার ঐতিহ্যবাহী পোশাক মেরুন রঙের ফেরান এবং ম্যাচিং হেডস্কার্ফের মাধ্যমে তুলে ধরা হয়েছে। রুপোর রাজকীয় গয়না-নেকলেস, ভারী কানের দুল এবং চেইন-সহ একটি নাকের রিং কাশ্মীরি বিবাহের অনুভূতি জাগিয়ে তুলেছে এই পুতুল।
কেরল
সোনালি পাড় আর সাদা জমির কাসাভু শাড়িতে মোড়ানো ‘ল্যাব আম্মা’ কেরলের ঐতিহ্যবাহী বিবাহের নিদর্শন ফুটিয়ে তুলেছে। পাশাপাশি সোনার নেকলেস, মোটা চুড়ি, ঝুমক এবং জুঁই ফুল দিয়ে সাজানো বিনুনিতে অপরূপ দেখাচ্ছে পুতুলটিকে। মাথার পাত্তি এবং সোনার নাকের কেরলের ঐতিহ্যবাহী লুককে সিলমোহর দিয়েছে।
রাজস্থান
কাঁচের কাজ আর সূচিকর্মের সঙ্গে তৈরি লাল ঘাগরা চোলিতে 'লাবু চোরি' যেন মরুভূমির কোনও রাজকুমারী। ভারী অক্সিডাইজড গয়না - বোরলা মাং টিকা, চুড়িতে সাজানো হয়েছে তাকে। পাশাপাশি সোনালী রঙের ওড়ানি পুতুলের সাজকে আরও নিখুঁত করে তুলেছে।
'লাবুবু' পুতুলটি তৈরি করেছেন হংকংয়ের শিল্পী কাসিং লুং। ২০১৯ সালে চিনের খেলনা প্রস্তুতকারক সংস্থা 'পপমার্ট' এই পুতুল বাজারে বিক্রি শুরু করে। চিনের বাজার ছেয়ে যায় পুতুলটি।'লাবুবু' অবশ্য একটিমাত্র পুতুল নয়। বাজারে কমপক্ষে ৩০০টি ভিন্ন ভিন্ন ধরনের 'লাবুবু' পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ‘লাবুবু ইনটু এনার্জি’, ‘ফল ইন ওয়াইল্ড’, ‘টাইম টু চিল’, ‘লেটস চেকমেট সিরিজ়, ‘ম্যাকারন’, ‘প্যাস্টেল কালার’। যাদের একসঙ্গে বলা হয় 'দ্য মনস্টার্স'। তবে যে সিরিজ চাইছেন, সেটা পাওয়া কঠিন। কারণ, প্রতিটি পুতুল আসে 'ব্লাইন্ড বক্সে'। ওই বাক্স খোলার পর জানা যায় 'লাবুবু'র কোন সিরিজ পেলেন আপনি।